ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাথমিক সমাপনীতে বহিষ্কৃতদের পরীক্ষা ২৪ থেকে ২৮ ডিসেম্বর

প্রকাশিত: ১০:০৫, ২৩ ডিসেম্বর ২০১৯

  প্রাথমিক সমাপনীতে বহিষ্কৃতদের পরীক্ষা ২৪ থেকে  ২৮ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥ উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এবারের প্রাথমিক ও এবতেদায়ি শিক্ষা সমাপনীতে বহিষ্কৃত দুই শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হচ্ছে আগামী ২৪, ২৬ ও ২৮ ডিসেম্বর। রবিবার পঞ্চম শ্রেণীর এ সমাপনী পরীক্ষায় বহিষ্কৃত শিক্ষার্থীদের জন্য নতুন এই পরীক্ষাসূচী প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। একই সঙ্গে সময়সূচী সকল জেলা প্রশাসক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। আগামীকাল ২৪ ডিসেম্বর সকালে ইংরেজী, বিকেলে প্রাথমিক বিজ্ঞান, ২৬ ডিসেম্বর সকালে বাংলা, বিকেলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ২৮ ডিসেম্বর সকালে গণিত, বিকেলে ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা নেয়া হবে। এবতেদায়ি সমাপনীতে ২৪ ডিসেম্বর সকালে ইংরেজী, বিকেলে আরবী, ২৬ ডিসেম্বর সকালে বাংলা, বিকেলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২৮ ডিসেম্বর সকালে গণিত, বিকেলে কুরান মজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকাহ বিষয়ের পরীক্ষা নেয়া হবে। সকালের পরীক্ষা ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আদালতের নির্দেশনা অনুযায়ীই ৩১ ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে। অধিদফতরের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থী যে পরীক্ষায় বহিষ্কৃত হয়েছে সেই পরীক্ষাসহ পরবর্তী সকল পরীক্ষায় অংশ নিতে পারবে। এই পরীক্ষা নেয়ার জন্য বিশেষ প্রক্রিয়ায় প্রশ্ন প্রণয়ন করে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে অনলাইনে পাঠাতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা উত্তরপত্র মূল্যায়নে জন্য সংশ্লিষ্ট পরীক্ষকদের সমন্বয়ে একটি প্যানেল তৈরি করবেন। সেই প্যানেল প্রতিদিনের পরীক্ষা শেষ হওয়ার পর ওই দিনই উত্তরপত্র মূল্যায়ন করে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অনলাইন সিস্টেম আইএমইডিতে পাঠাবেন। গত ১৭ থেকে ২৪ নবেম্বর প্রাথমিক সমাপনী পরীক্ষা চলাকালে দুই শতাধিক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ পরীক্ষায় শিশু বহিষ্কার কেন? এমন প্রশ্ন তুলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আদালতের নজরে এনে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়েছিলেন সুপ্রীমকোর্টের আইনজীবী জামিউল হক। আদালত গত ২১ নবেম্বর স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে। পরীক্ষায় শিশুদের বহিষ্কার করা কেন অবৈধ হবে না, সেই সঙ্গে এবারের পরীক্ষায় বহিষ্কার হওয়া শিশুদের ফের পরীক্ষা নিতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চাওয়া হয় রুলে। পাশাপাশি গত বছর প্রাথমিক শিক্ষা অধিদফতরের জারি করা ‘প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা নির্দেশনাবলী’র ১১ নম্বর নির্দেশনা (যার আওতায় শিশুদের বহিষ্কার করা হয়েছে) কেন অবৈধ হবে না- তাও জানতে চায় আদালত।
×