ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে বেবি হোমের ৩ শিশু ফিরে গেল পরিবারে

প্রকাশিত: ০৯:২২, ২৩ ডিসেম্বর ২০১৯

 বরিশালে বেবি হোমের ৩ শিশু ফিরে গেল  পরিবারে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আদালতের নির্দেশে বরিশাল বিভাগীয় বেবি হোমে আশ্রিত তিন শিশু রবিবার সকালে ফিরে গেল তাদের নিজ নিজ পরিবারে। বেবি হোমে আশ্রিত তিন শিশুকে আদালতের নির্দেশে প্রবেশন অফিসারের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সমাজসেবা অধিদফতরের আওতাধীন আগৈলঝাড়ায় অবস্থিত বিভাগীয় বেবি হোমের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ জানান, বেবি হোমে আশ্রিত আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের কাওসার সরদার (৬) ও তার ছোট ভাই আলহাজ সরদারকে (৩) রবিবার সকালে তাদের মা নুরুন্নাহার খানমের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্রমতে, কাওসার ও আলহাজের মা মানসিক ভারসাম্যহীন। তাদের বাবা রুবেল সরদার মারা যাওয়ার পরে ওই দুই শিশু তাদের নানির কাছে আশ্রয়ে ছিল। দারিদ্রতার কারণে ওই দুই শিশুকে বেবি হোমে আশ্রয়ের জন্য প্রদান করা হয়। বর্তমানে তাদের মা সুস্থ ও স্বাভাবিক হওয়ায় কাওসার ও আলহাজকে নিজের কাছে নিতে চাইলে দুই সন্তানকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
×