ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দারিয়াপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে ফার্মাসিস্ট দিয়ে চলছে চিকিৎসা

প্রকাশিত: ০৯:২১, ২৩ ডিসেম্বর ২০১৯

  দারিয়াপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে ফার্মাসিস্ট  দিয়ে চলছে  চিকিৎসা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২২ ডিসেম্বর ॥ নানা সমস্যা সঙ্কটে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রটির নিজস্ব ভবন থাকলেও দীর্ঘদিন সংস্কার না করায় অবকাঠামোর বেহাল অবস্থা। তদুপরি স্বাস্থ্যকেন্দ্রের জায়গা বেদখল করে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে প্রভাবশালীরা। এছাড়া এই উপ-স্বাস্থ্যকেন্দ্রে অধিকাংশ স্টাফের পদও শূন্য রয়েছে। এই কেন্দ্রের সম্মুখভাগের জায়গাগুলো দখল করে নিয়ে এমদাদুল হক সার্ভিস সেন্টার নামে একটি প্রতিষ্ঠান ব্যবসা করে আসছে। উল্লেখ্য, ৩ বছর ধরে চিকিৎসক নেই দারিয়াপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে। তাই প্রতিনিয়ত চিকিৎসা নিতে আসা মানুষদের চিকিৎসা দিচ্ছেন ডাক্তারের বদলে ফার্মাসিস্ট মোঃ রেজাউল কবীর। ফলে উপযুক্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার প্রায় ৫০ হাজার মানুষ। গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরের একমাত্র উপ-স্বাস্থ্যকেন্দ্রটি। তাই এখানকার মানুষের একমাত্র ভরসা ফার্মাসিস্ট। জানা গেছে, দারিয়াপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ জান্নাতুল ফেরদৌসী ২০১৭ সালের জুন মাসে চলে যাওয়ার পর থেকে ওই পদটি আজ অবধি শূন্য রয়েছে। এরপর উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার দিয়ে উপ-স্বাস্থ্যকেন্দ্রটিতে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হতো। সর্বশেষ তিনিও ২০১৯ সালের ৩০ মে অবসর নিয়ে চলে যাওয়ায় বর্তমানে উপ-স্বাস্থ্যকেন্দ্রটিতে একজন ফার্মাসিস্ট ও একজন এমএলএসএস দায়িত্ব পালন করছেন। নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়ে এই উপ-স্বাস্থ্যকেন্দ্রে গড়ে প্রতিদিন ১শ’ থেকে ১শ’ ৫০ জন শিশু, নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে আসে। কিন্তু এখানে কোন মেডিক্যাল অফিসার না থাকায় তারা সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে চিকিৎসাবঞ্চিত খোলাহাটি, ঘাগোয়া, মালিবাড়ী ও গিদারী ইউনিয়নের সাধারণ মানুষ। এলাকাবাসী মনে করে, সরকার দ্রুত চিকিৎসক সঙ্কট দূর করে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করবেন এমনটাই প্রত্যাশা তাদের।
×