ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খুলনা থেকে অপহৃত ছাত্রী রাজশাহীতে উদ্ধার

প্রকাশিত: ০৯:২১, ২৩ ডিসেম্বর ২০১৯

 খুলনা থেকে অপহৃত ছাত্রী রাজশাহীতে উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ খুলনার রূপসা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে রাজশাহীর বাঘা থেকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণকারী আব্দুল জাব্বারকেও আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলা সদরের একটি মার্কেট থেকে বাঘা থানা পুলিশ তাদের আটক করেন। উদ্ধার হওয়া স্কুলছাত্রীর নাম খাদিজা আক্তার দিতি। পুলিশ জানায়, খুলনার রূপসা থানা এলাকার দশম শ্রেণীর ছাত্রী খাদিজা আক্তার দিতির (১৭) সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হয় রাজশাহীর বাঘা উপজেলার মশিদপুর গ্রামের আবুল কাশেমের বিবাহিত ছেলে আব্দুল জাব্বারের (২৬)। এরই সূত্র ধরে, আব্দুল জাব্বার গত ১৭ ডিসেম্বর রূপসা থেকে দিতিকে নিয়ে আসে। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রেকর্ড করা হয়। সেই মামলার সূত্র ধরে ঘটনার পাঁচদিন পর শনিবার সন্ধ্যায় বাঘা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত স্কুলছাত্রী দিতিসহ অপহরণকারী আব্দুল জাব্বারকে বাঘা সদরের একটি মার্কেট থেকে কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে আটক করেন। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, অপহৃত স্কুলছাত্রী দিতি এবং অপহরণকারী আব্দুল জাব্বারকে রবিবার দুপুরে খুলনার রূপসা থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক ইকবাল হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।
×