ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উখিয়ায় কর্মসৃজন প্রকল্পের টাকা ফেরত যাচ্ছে

প্রকাশিত: ০৯:১৪, ২৩ ডিসেম্বর ২০১৯

 উখিয়ায় কর্মসৃজন  প্রকল্পের টাকা  ফেরত যাচ্ছে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচী যথা সময়ে বাস্তবায়ন করতে না পারায় ৯৪ লাখ ১১ হাজার টাকা ফেরত যাচ্ছে। সংশ্লিষ্টদের দাবি দেরিতে বরাদ্দ পাওয়ার কারণে আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। যার ফলে ৪০ দিনের মধ্যে শ্রমিকরা ১৫ দিনের কাজ করার সুযোগ পেয়েছে। তাও এ পর্যন্ত তারা বেতন ভাতা পায়নি। জানা যায়, চলতি অর্থ বছরে হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর আওতায় বরাদ্দকৃত ১ কোটি ৪৭ লাখ ৬ হাজার টাকা দেরিতে পাওয়ার কারণে তারা প্রকল্প নির্ধারণসহ জনপ্রতিনিধিদের কাছ থেকে প্রকল্প ও শ্রমিকের চাহিদাপত্র যথা সময়ে পায়নি। তারপরও উপজেলার ৫টি ইউনিয়নের ২৬টি প্রকল্পের ১৭৬৫ জন শ্রমিক ১৫ দিন কাজ করার সুযোগ পেয়েছে। পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, তার ইউনিয়নে শ্রমিকরা ১৫ দিন কাজ করলেও এখনও পর্যন্ত তাদের বেতন ভাতা পায়নি। রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, নির্ধারিত সময়ে হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর কাজ আরম্ভ ও সম্পন্ন করতে হয়। প্রকল্পের বরাদ্দকৃত অর্থ যথা সময়ে ছাড় না পাওয়ার কারণে ৪০ দিনের মধ্যে ১৫ দিনের কাজ হয়েছে। প্রশাসন চাইলে সময় বর্ধিত করতে পারে। না চাইলে টাকা ফেরত যাওয়ার আশঙ্কা আছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন জানান, ১১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় শ্রমিকরা ২৫ দিন কাজ করার সুযোগ পাচ্ছে না।
×