ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিল্পী নীশিতার নতুন গান

প্রকাশিত: ০৯:১২, ২৩ ডিসেম্বর ২০১৯

  শিল্পী নীশিতার নতুন গান

সংস্কৃতি ডেস্ক ॥ এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের মধ্যে কণ্ঠ শুনেই যার নাম খুব সহজে বলে দেয়া যায় তার মধ্যে অন্যতম নীশিতা বড়ুয়া। তার কণ্ঠ এবং তার ভিন্ন ধরনের গায়কী খুব সহজেই তাকে আলাদা করতে সক্ষম। নন্দিত এই কণ্ঠশিল্পী স্টেজ মৌসুমে যথারীতি ভীষণ ব্যস্ত সময় পার করছেন। তবে ফাঁকে ফাঁকে তিনি নিজের জন্য মৌলিক গানের জন্য যেমন কাজ করছেন ঠিক তেমনি প্লেব্যাকেও সময় দিচ্ছেন তিনি। আর বাকিটুকু সময় এই ব্যস্ত মৌসুমে কণ্ঠকেও বিশ্রামে রাখছেন। কারণ এই মৌসুমে কোনভাবেই কোন রকম অসুখে থাকা যাবে না। এরই মধ্যে আবারও নীশিতা বড়ুয়া উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘কপাল পুড়ল’ গানে কণ্ঠ দিয়েছেন। এটি চলচ্চিত্রের গান। গানটির সুর সঙ্গীত করেছেন আবিদ রনি। জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ চলচ্চিত্রের জন্য গানটির রেকর্ডিংয়ের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। গানটিতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে নীশিতা বলেন, ‘এর আগেও গাজী স্যারের লেখা গানে কণ্ঠ দিয়েছি। এই নিয়ে তার লেখা গানে তৃতীয়বারের মতো কণ্ঠ দিলাম। গানের কথা, সুর সঙ্গীত সব মিলিয়ে খুউব ভাল একটি গান হয়েছে। দেখা যাক, চলচ্চিত্রটি মুক্তি পেলে হয়ত গানটি শ্রোতা দর্শকের ভাল লেগেও যেতে পারে। এদিকে যথারীতি নীশিতা বড়ুয়া স্টেজ শোতে ব্যস্ত রয়েছেন। এদিকে সিলেট ক্যাডেট কলেজে ‘ওল্ড ক্যাডেটস এ্যাসোসিয়েশন অব সিলেট-ওকাস আয়োজিত পুনর্মিলনীতে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। নীশিতা বলেন, বাংলাদেশের প্রিয় প্রিয় শহরগুলোর মধ্যে আমার অন্যতম প্রিয় একটি শহর সিলেট। এই পুণ্যভূমিতে যেতে সব সময়ই আমার ভীষণ ভাল লাগে। আর এবার তো শো হচ্ছে ক্যাডেট কলেজে। তাই ভাল লাগাটা একটু বেশিই বটে। আশা করছি শোটি দারুণ উপভোগ্য হয়ে উঠবে। সিলেটে শো শেষ করে তিনি হবিগঞ্জে একটি শোতে অংশ নেবেন। এরপর আবার সিলেটে যাবেন তিনি। তারপর ঢাকায় ফিরে আরও দুটি শোতে অংশ নেবেন। এর মধ্যে চট্টগ্রামেও একটি শোতে অংশ নেবেন তিনি। নীশিতা বড়ুয়া প্রথম প্লেব্যাক করেন মোহাম্দ হোসেন জেমি পরিচালিত ‘বাজাও বিয়ের বাজনা’ চলচ্চিত্রে। এরপর আর কিছু চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি। কিছু দিন আগে নীশিতা ‘পায়রার চিঠি’ চলচ্চিত্রে উপাসনা পূর্ণতা ও নীশিত সূর্যের লেখা, নীশিতা সূর্যের সুরে, মীর মাসুমের সঙ্গীতায়োজনে ‘বৈয়ামে শুয়োপোকা’ গানে কণ্ঠ দেন। এই গানটি নিয়েও ভীষণ আশাবাদী নীশিতা বড়ুয়া।
×