ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুজিব বর্ষে প্রতিশ্রুতিশীল শিল্পীদের নিয়ে বিশেষ কর্মসূচীর উদ্বোধন

প্রকাশিত: ০৯:১০, ২৩ ডিসেম্বর ২০১৯

 মুজিব বর্ষে প্রতিশ্রুতিশীল শিল্পীদের নিয়ে বিশেষ কর্মসূচীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বছরব্যাপী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ছয় শতাধিক প্রতিশ্রুতিশীল শিল্পী বাছাই করেছে। এরই ধারাবাহিকতায় ১৯ ডিসেম্বর বেলা ১২টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল শিল্পীদের অংশগ্রহণে কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিশ্রুতিশীল শিল্পীদের বিশেষ প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বিশিষ্ট কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত পরিচালক চন্দন দত্ত। শিল্পী সাবিনা ইয়াসমিন বলেন, শিল্পকলার যেসব শিল্পীরা এখানে আছেন, তাদেরকে যেন আমরা ভালভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি এবং তারা যেন সুন্দর ও ভাল গান করতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আজকে শিল্পীদের কিছুটা সহযোগিতা করতে পেরে আমি খুবই আনন্দিত। আলোচনা শেষে শিল্পী সাবিনা ইয়াসমিন প্রতিশ্রুতিশীল শিল্পীদের ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ গানটি বিষয়ে প্রশিক্ষণ দেন। এছাড়াও প্রতিশ্রুতিশীল শিল্পীদের অনুরোধে শিল্পী সাবিনা ইয়াসমিন পরিবেশন করেন ‘সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে’, ‘আকাশ ভরা সূর্য তারা, ‘এ মাটি নয় জঙ্গিবাদের’ এবং ‘ও যার আপন খবর আপনার হয় না’ ৪টি সমবেত সঙ্গীত। ইতোমধ্যে বাছাইকৃত সঙ্গীত শিল্পীদের নিয়ে প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী সিরাজুস সালেকিনের পরিচালনায় গণসঙ্গীতের বিশেষ প্রশিক্ষণ গত ২ ডিসেম্বর থেকে সাত দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
×