ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম টিআইসিতে ৫ দিনব্যাপী তির্যক নাট্যমেলা

প্রকাশিত: ০৯:১০, ২৩ ডিসেম্বর ২০১৯

চট্টগ্রাম টিআইসিতে ৫ দিনব্যাপী তির্যক নাট্যমেলা

সংস্কৃতি ডেস্ক ॥ ‘যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ’ স্লেøাগানে এগিয়ে চলার ৪৬ বছরে তির্যক নাট্যদল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি)-এ ২৫-২৯ ডিসেম্বর ৫ দিনব্যাপী তির্যক নাট্যমেলার আয়োজন করেছে। মেলায় প্রতিদিন সন্ধ্যা ৭টায় পরিবেশিত হবে মঞ্চনাটক। প্রতিদিন টিআইসির মুক্তমঞ্চ, লেকচার থিয়েটার ও গ্যালারিতে ব্যাপক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে এই নাট্যমেলা অনুষ্ঠিত হবে। ২৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় নাট্যমেলা ও তির্যকের নাট্য-স্মারক প্রদর্শনী উদ্বোধন করবেন বাংলা নাটকের বরেণ্য নাট্যজন বিভাস চক্রবর্তী ও মামুনুর রশীদ। শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী ড. অনুপম সেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও ড. কায়কাউস আহমেদ। সন্ধ্যা ৭টায় তির্যক নাট্যদল পরিবেশন করবে সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক ‘তরঙ্গভঙ্গ’। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তথ্যচিত্র প্রদর্শনী : বিহাইন্ড দ্য কার্টেন-এ জার্নি উইথ বিভাস চক্রবর্তী। বিকেল ৪টায় নাট্য সংলাপ : বিভাস চক্রবর্তীর সঙ্গে মামুনুর রশীদ। সন্ধ্যা ৭টায় নাট্যচক্র (ঢাকা) পরিবেশন করবে দারিও ফোর-এ ওমেন এ্যালোন অবলম্বনে ‘একা এক নারী’। ২৭ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী ‘নাট্যভাবনা আদান-প্রদান’ অনুষ্ঠানে বিষয় উপস্থাপন করবেন নাট্যজন রামেন্দু মজুমদার ও নাসিরউদ্দিন ইউসুফ। অংশ নেবেন দেশ-বিদেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্বরা। বিকেল ৩টায় মুক্তমঞ্চে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিশুতোষ গল্প বলবেন- তামান্না তিথি। সন্ধ্যা ৭টায় তির্যক পরিবেশন করবে সফোক্লিসের গ্রীক ট্র্যাজেডি ‘ইডিপাস’। উল্লেখ্য, এ প্রদর্শনীর মাধ্যমে তির্যক নাটকটির ১৫০তম মঞ্চায়ন পূর্ণ করবে। ২৮ ডিসেম্বর সকাল ১০টায় ‘থিয়েটারের আশ্রয়’ বিষয়ক লেকচার ওয়ার্কশপ-এ বিষয় উপস্থাপন করবেন নাট্যকার ও নাট্য নির্দেশক কৌশিক চট্টোপাধ্যায়। বিকেল সাড়ে ৪টায় উচ্চাঙ্গ যন্ত্রসঙ্গীত পরিবেশন করবেন : ওস্তাদ আজিজুল ইসলাম (বাঁশি) ও শামীম জহির (সরোদ)। সন্ধ্যে ৭টায় থিয়েটার ফ্যাক্টরি (ঢাকা) পরিবেশন করবে মোহন রাকেশের নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় তথ্যচিত্র প্রদর্শনী- ‘মঞ্চসারথী : আতাউর রহমান’। বিকেল ৪টায় বিষয়ভিত্তিক কথোপকথনে বিষয় উপস্থাপন করবেন নাট্য গবেষক অংশুমান ভৌমিক। বিকেল সাড়ে ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মঞ্চসারথী আতাউর রহমান। সমাপনী দিনে আপস্টেজ (ঢাকা) পরিবেশন করবে বুদ্ধদেব বসুর নাটক ‘রাত ভ’রে বৃষ্টি’। এ ছাড়াও মুক্তমঞ্চে প্রতিদিন বিকেল সাড়ে ৪টায়Ñ ছন্দ নাটক, মুকাভিনয়, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করবে তির্যক নাট্যদল, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, অনাদিকল্প, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, সৃজামি সাংস্কৃতিক অঙ্গন, ওডিসি এ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, নটরাজ নৃত্যাঙ্গন ও প্রমা আবৃত্তি সংগঠন। উল্লেখ্য, ১৯৭৪ এর ১৬ মে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ পথপরিক্রমায় দেশ ও দেশের গন্ডি পেরিয়ে তির্যক চর্চা ও সৃজনের মাধ্যমে এ ক্ষেত্রটিকে সৃষ্টিশীলতায় পূর্ণ করার কাজে নিয়োজিত রয়েছে। এ পর্যন্ত তির্যক নাট্যদল ৪৪টি নাটকের ২৭৮৬টি প্রদর্শনী সম্পন্ন করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ভাবনা ও কর্মে তির্যক হাজার বছরের বাঙালীর ঐতিহ্য সন্ধানী।
×