ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংক্ষিপ্ত খবর

প্রকাশিত: ০৯:০৫, ২৩ ডিসেম্বর ২০১৯

 সংক্ষিপ্ত খবর

৪৩ বছর পর প্রধানমন্ত্রী পেল কিউবা দীর্ঘ চার দশক পর আবারও একজন প্রধানমন্ত্রী পেল কিউবা। শনিবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল দেশটির পর্যটনমন্ত্রী মানুয়েল মারেরো ক্রুজকে ৪৩ বছরে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। ১৯৭৬ সালে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করে দিয়েছিলেন। চলতি বছরের শুরুতে দেশটির নতুন সংবিধানের অধীনে আবারও এ পদটি ফিরিয়ে আনা হয়েছে। সেই প্রেক্ষিতেই এবার আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হলো। শনিবার দেশটির পার্লামেন্ট ডেপুটিদের সর্বসম্মতিতে মারেরোর প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়টি পার্লামেন্টে অনুমোদন পায়। অবশ্য প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের অধীনে রাখবেন কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি। ৫৬ বছর বয়সী মারেরো বর্তমানে প্রেসিডেন্টের ওপর থাকা কিছু দায়িত্ব প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করবেন। কিউবার রাষ্ট্রীয় অনলাইন সংবাদমাধ্যম কিউবাডিবেট জানিয়েছে, নতুন সংবিধান অনুসারে, প্রধানমন্ত্রী হলেন দেশের সরকারপ্রধান, যিনি রাষ্ট্রপতির প্রশাসনিক ডান হাত হিসেবে কাজ করবেন। -বিবিসি পরিবহন ধর্মঘট স্থগিতের আহ্বান ম্যাক্রোঁর বড়দিনের ছুটির সময় ভ্রমণ বিড়ম্বনা এড়াতে পরিবহন ইউনিয়নগুলোকে ধর্মঘট স্থগিতের আহ্বান জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। পেনশন ভাতা সংস্কারের দাবিতে ফ্রান্সজুড়ে ধর্মঘট চলছে। আইভরি কোস্ট সফরে থাকা ম্যাক্রোঁ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ধর্মঘট সংবিধানে ন্যায়সঙ্গত এবং সুরক্ষিত, তবে আমি মনে করি যে, কোন জাতির জীবনে এমন কিছু মুহূর্ত রয়েছে যখন পরিবার ও পারিবারিক জীবনের প্রতি শ্রদ্ধা রেখে কোন সন্ধি পালন করা ভাল।’ ম্যাক্রোঁর পেনশন ব্যবস্থা পরিকল্পিতভাবে ঢেলে সাজানোর বিরুদ্ধে দেশব্যাপী দুই সপ্তাহের ধর্মঘট ট্রেন পরিষেবা পঙ্গু করে দিয়েছে। ওই পরিকল্পনায় অবসর গ্রহণের বয়স বাড়িয়ে ৬৪ করা এবং রেলওয়ের মতো সেক্টরের জন্য বিশেষ ব্যবস্থাগুলো বাদ দেয়ার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। -এপি নিউজিল্যান্ডে ৫৬ হাজার অস্ত্র ফেরত নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৫১ মুসল্লি নিহত হন। ১৫ মার্চ ওই হামলার পর সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করে এসব অস্ত্র ফেরত নেয়ার প্রকল্প হাতে নেয় দেশটির সরকার। প্রকল্পের আওতায় ছয় মাসে ৫৬ হাজারের বেশি আগ্নেয়াস্ত্র কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়েছে। ১৫ মার্চের ওই হামলার পর পার্লামেন্ট এই নিষেধাজ্ঞার বিষয়ে একমত হয়। ওই বন্দুক হামলা ছিল আধুনিক নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। ‘স্বঘোষিত খ্রীস্টান শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী’ অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট এই বন্দুক হামলা চালান। আগামী বছর বিচারের মুখোমুখি হচ্ছেন তিনি। অস্ত্র ফেরতের এই স্কিম এপ্রিলে চালু হয়। এর অধীনে অস্ত্র ফেরত দিয়ে কেনা দামের ৯৫ শতাংশ পর্যন্ত অর্থ ফেরত পান মালিকরা। শুক্রবার এই স্কিমের মেয়াদ শেষ হয়। পুলিশ এই উদ্যোগকে সফল বলে দাবি করেছে। -বিবিসি পোড়া ক্রিসমাস ট্রি অস্ট্রেলিয়ায় কয়েক মাস ধরে দাবানল অব্যাহত আছে। দাবানলে পুড়ে যাওয়া কাঠ, সাইকেল ও অন্যান্য উপকরণ ব্যবহার করে সিডনির প্রধান বাণিজ্যিক এলাকায় সাজানো হয়েছে একটি ক্রিসমাস ট্রি। অস্ট্রেলিয়া রেডক্রস জানিয়েছে তহবিল সংগ্রহের জন্য তারা এমন উদ্যোগ নিয়েছে। বড়দিনের সময় হলেও দাবানলের জন্য আনন্দ করার মতো মানসিক অবস্থা অনেকেরই নেই। তা সত্ত্বেও উৎসবের আমেজ থেকে বঞ্চিত হতে ইচ্ছুক নয় অস্ট্রেলিয়াবাসী। -এএফপি জলবায়ু কর্মীদের জয় নেদারল্যান্ডসের সরকার যেন গ্রীনহাউস ২০২০ সালের মধ্যে ১৯৯০ সালের তুলনায় ২৫ শতাংশ কমিয়ে আনে সেই লক্ষ্যে দেশটির জলবায়ু কর্মীরা অনেকদিন ধরে আন্দোলন করে আসছিলেন। শেষ পর্যন্ত সুপ্রীমকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে। ডাচ জলবায়ু আন্দোলনের সংগঠন আর্জেন্ডা এ মামলা করেছিল। সংগঠনটির প্রধান মারজান মিনেসমা বলেন, শীর্ষ আদালত যে জলবায়ু পরিবর্তনের বিষয়টি স্বীকার করেছে এবং এ বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে বলেছে তার জন্য আমি অত্যন্ত আনন্দিত। -এপি
×