ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিক্ষোভকারীদের সম্পত্তি জব্দ হচ্ছে উত্তর প্রদেশে

প্রকাশিত: ০৯:০২, ২৩ ডিসেম্বর ২০১৯

  বিক্ষোভকারীদের  সম্পত্তি জব্দ হচ্ছে উত্তর প্রদেশে

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ বলেছেন, নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে প্রতিবাদে যেসব সহায় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার প্রতিকার করা হবে দায়ী ব্যক্তিদের কাছ থেকে জরিমানা আদায় করে। এর পরই ওই প্রদেশের বেশকিছু জেলা প্রশাসন প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণকারীদের সনাক্ত করে তাদের সম্পত্তি জব্দ করা শুরু করেছে। এই জব্দ করা অর্থ দিয়ে ক্ষতি পুষিয়ে নেয়া হবে। টাইমস অব ইন্ডিয়া। জানা গেছে, শনিবার থেকে জব্দ কার্যক্রম শুরু করেছে প্রশাসন। এদিন এ প্রদেশের রামপুরে সহিংসতায় একজন নিহত হন। কানপুরে আহত একজন শনিবার দিনশেষে মারা গেছেন। বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে শুরু হওয়া এই সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়াল ১৮। ২০১৮ সালের সুপ্রীম কোর্টের নির্দেশনা অনুযায়ী, মুজাফফরনগরে প্রশাসন বিক্ষোভকারীদের ৫০টি দোকান সিল করে দিয়েছে। বলা হয়েছে, এর মালিকরা দাঙ্গায় জড়িত। তারা সরকারী সম্পত্তির ক্ষতি করেছেন। সিল করে দেয়া দোকানগুলো মিনাক্ষীচক ও কাচ্চি সাদাক এলাকায়। এখানেই বড় রকমের সংঘর্ষ হয়েছে। এসএসপি অভিষেক যাদব বলেছেন, এসব দোকান কেন বন্ধ করা হয়েছে তা আমাদের নিশ্চিত হতে হবে। এ বিষয়ে তদন্ত চলছে। উত্তর প্রদেশজুড়ে যে সহিংসতা চলছে তাতে কারা জড়িত তা সনাক্ত করতে প্রশাসন অভিযান শুরু করেছে। ক্ষতির পরিমাণ নির্ধারণে লক্ষেèৗতে জেলা প্রশাসন চার সদসের একটি প্যানেল গঠন করেছে। এই এলাকায় বড় রকমের দাঙ্গা হয়েছে। ফিরোজাবাদ জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্র বিজয় সিং বলেছেন, দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এখন আমরা তাদের সনাক্ত করার কাজ করছি। অন্য কয়েকটি জেলার ম্যাজিস্ট্রেট এবং পুলিশ প্রধানরা নিশ্চিত করেছেন যে, তারা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের সনাক্ত করার চেষ্টা করছেন।
×