ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দর বাড়ার শীর্ষে কাশেম ইন্ডাস্ট্রিজ

প্রকাশিত: ০৯:০০, ২৩ ডিসেম্বর ২০১৯

  দর বাড়ার শীর্ষে  কাশেম  ইন্ডাস্ট্রিজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। তথ্য অনুযায়ী, রবিবার কোম্পানিটি সর্বশেষ ৩৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ১০০ বারে ১৯ লাখ ৭৬ হাজার ৮৫৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৯৬ লাখ টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে লিবরা ইনফিউশন লিমিটেড। রবিবার কোম্পানিটির দর বেড়েছে ৩৩ টাকা ৭০ পয়সা বা ৪.৮৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৭৩০ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৭২৪ বারে ১০ হাজার ৯৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৩ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা হাক্কানি পাল্প এ্যান্ড পেপার মিলস লিমিটেডের ৩ টাকা ৭০ পয়সা বা ৭.২৫ শতাংশ দর বেড়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়েস্টার্ন মেরিন শীপইয়ার্ড, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, সিলকো ফার্মা, কেপিসিএল, আইসিবি থার্ড এনআরনি মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও প্যারামাউন্ট টেক্সটাইল ইন্স্যুরেন্স লিমিটেড।
×