ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোশ্যাল মিডিয়ায় বিজয় দিবস

প্রকাশিত: ০৬:২০, ২৩ ডিসেম্বর ২০১৯

 সোশ্যাল মিডিয়ায় বিজয় দিবস

স্বাধীন দেশ বাংলাদেশ। স্বাধীনতার পেছনে অনেক ইতিহাস রয়েছে এদেশের। আমরা অনেকেই স্বাধীনতা যুদ্ধ দেখিনি। তবে মানুষের মুখে, বইয়ে পড়ে অনেক ইতিহাস জানতে পেরেছি। বাাঙালী ও বাংলাদেশীদের কাছে ইতিহাস সম্পর্কিত কয়েকটি দিবস বেশ স্মরণীয়। এগুলোর মধ্যে রয়েছে- মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ আরও অনেক দিবস। বিশেষ এই দিবসে বিভিন্ন আয়োজনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে লক্ষ্য করা যায় আলাদা আয়োজন। চলছে ডিসেম্বর মাস, বিজয়ের মাস। অন্য দিবসগুলোর মতো ১৬ ডিসেম্বর উপলক্ষে ফেসবুকের বিভিন্ন আয়োজন নিয়ে লিখেছেন মাহবুব শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয়। বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বর মাসজুড়ে ফেসবুকে বিভিন্ন আয়োজন লক্ষণীয়। এগুলোর মধ্যে রয়েছে- ফটো ফ্রেম, বিজয়ের সাজে সেলফি, বিজয় দিবসের অ্যাপ প্রচার, ঐতিহাসিক স্থানের চিত্রসহ বিভিন্ন আয়োজন। ফটো ফ্রেম বিশেষ দিনগুলোতে ফেসবুকের প্রোফাইল পিকচারের সঙ্গে আলাদা একটি ফ্রেম যুক্ত করতে দেখা যায় অনেককেই। বিজয়ের মাসেও এর ব্যতিক্রম নয়। ১ ডিসেম্বর থেকেই ফেসবুকজুড়ে দেখা যাচ্ছে লাল সবুজের ফটো ফ্রেম। এই ফ্রেমগুলো তৈরি করা খুবই সহজ। অনেকেই তার পছন্দ মতো ফ্রেম বানিয়ে তার নিজের প্রোফাইল পিকচারকে যুক্ত করে দিচ্ছে। ফ্রেম যুক্ত ছবিটি যখন তার লিস্টে থাকা ফ্রেন্ডরা দেখতে পাচ্ছে তখন এই ছবির নিচে থাকা ‘ট্রাই ইট’- এ ক্লিক করে তার নিজের ছবির সঙ্গেও ফটো ফ্রেম যুক্ত করে নিতে পারে। ছবিতে ফ্রেম যুক্ত করার সময় অপশন পছন্দ করে নিতে পারেন যে, আপানি এই ফ্রেমটি স্থায়ীভাবে চাচ্ছেন কি-না। কেউ যদি নিজে নিজে ফেসবুকের প্রোফাইলের ফটো ফ্রেম তৈরি করতে চান তাহলে ইউবিউব থেকে এর টিউটোরিয়াল দেখে নিতে পারেন। বিজয়ের সেলফি ফেসবুক ব্যবহারকারী সেলফি তোলে না, এমন মানুষ পাওয়া দুস্কর। প্রত্যেকের প্রোফাইলে প্রবেশ করলেই কম-বেশি সেলফি পাওয়া যাবেই। বিশেষ দিনগুলোতে বিশেষ ভঙ্গিতে ও সাজে সেলফি তুলতে দেখা যায় সেলফি প্রেমীদের। ইতোমধ্যে অনেকের প্রোফাইল দেখা গিয়েছে আমাদের জাতীয় পতাকার রং (লাল ও সবুজ) এর সঙ্গে তাদের পোশাকের রং মিলিয়ে বিভিন্ন ভঙ্গিতে সেলফি তুলে আপলোড করে দিয়েছে। কেউ কেউ তাদের পোশাকে হয়তো বিজয় দিবস লেখা কিংবা আঁকা ছবি প্রদর্শনের জন্যও সেলফি তুলছেন। মোট কথা, বিজয় মাসজুড়ে ফেসবুক সাজে লাল সবুজ রঙ্গে। অনলাইন অফার বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন অনলাই মার্কেট প্লেস বিভিন্ন ছাড়ের ক্যাম্পেইন শুরু করে দিয়েছে। কেউ কেউ তাদের ক্যাম্পেইনে ‘বিজয় মাসজুড়ে’ কথাটি উল্লেখ করছে বিভিন্ন অফারে। বিজয় দিবসের পোশাক কিনতে চাইলে অনলাইন মার্কেট প্লেসগুলো থেকে তা কিনতে পারেন। অনেকগুলো ই-কমার্স সাইট বিজয় দিবস উপলক্ষে ফ্রি হোম ডেলিভারির সুবিধাও দিচ্ছে। অনলাইনে আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী আয়োজন করা হয় বিভিন্ন রকম অনলাইন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে হয় অনেক আগে থেকেই। ইতোমধ্যে অনেকেই এমন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এই প্রক্রিয়াটির প্রচার প্রচারণার জন্য আয়োজকরা দেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককেই বেছে নিয়েছেন। অনেকেই হয়তো লক্ষ্য করেছেন যে, ফেসবুকের হোম পেজজুড়ে রয়েছে লাল-সবুজের উৎসব। শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন বিজয় দিবস উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আয়োজন করছে। প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ওয়েবসাইটে আয়োজনের বিস্তারিত প্রচার করলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচারণা চালাচ্ছে তারা। বিজয় দিবসে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা পাঠ, রচনা প্রতিযোগিতা, হাতে লেখার প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতাসহ আয়োজন করে থাকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিজয়ের এ্যাপস বিজয়ের ইতিহাস বহনকারী বিভিন্ন এ্যাপের প্রচারণাও দেখা যায় ফেসবুকের হোম পেজে। এ্যাপ ডেভেলপাররা বিজয় দিবসকে উদ্দেশ্য করে বিজয়ের এ্যাপসগুলোর প্রচারণা চালায় ফেসবুকে। এ্যাপসগুলো থেকে আগ্রহীরা মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বঙ্গবন্ধুর ভাষণ, বীরশ্রেষ্ঠদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই এ্যাপগুলো মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- মুক্তিযুদ্ধ, সাত বীরশ্রেষ্ঠ, স্বাধীনতা ইত্যাদি। এ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর এবং এ্যাপল ব্যবহারকারীরা এ্যাপ স্টোর থেকে যাতে এই এ্যাপসগুলো সহজে ডাউনলোড করে নিতে পারে তার জন্য ডাউনলোড লিংকসহ এ্যাপসের সংক্ষিপ্ত বর্ণনা দেয়া থাকে ফেসবুকে। আগ্রহীরা প্রচারণার ওই লিংকে প্রবেশ করে দেখে নিতে পারেন এ্যাপটি সম্পর্কে। প্লে-স্টোর বা এ্যাপ স্টোরে এ্যাপসগুলোর রিভিও দেয়া রয়েছে। এছাড়াও রয়েছে এ্যাপটি কতবার ডাউনলোড হয়েছে এবং ডাউনলোডকারীদের মন্তব্য। আপনি চাইলে মন্তব্যগুলো পড়ে দেখতে পারেন ডাউনলোডকারীরা কী ধরনের মন্তব্য করেছে। বিজয়ের গেম বিজয়ের মাসজুড়ে বিজয়ের গেমসগুলে ডাউনলোডের উৎসব দেখা যায়। বিশেষ করে হিরোজ ৭১, মুক্তিযুদ্ধ, চেতনার ৭১, বিজয় দিবস, বীরশ্রেষ্ঠ ইত্যাদি গেমগুলো বেশি ডাউনলোড হতে দেখা যায়।
×