ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সম্মেলন থেকে ফেরার পথে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ১২:১০, ২২ ডিসেম্বর ২০১৯

সম্মেলন থেকে ফেরার পথে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

জনকণ্ঠ ডেস্ক ॥ আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক প্রীতিরঞ্জন সাহাকে নরসিংদীতে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকালে তাকে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত নরসিংদী প্রেস ক্লাবের দফতর সম্পাদক প্রীতিরঞ্জন সাহা (৭৩) নরসিংদীর রায়পুরা থানা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্বে পালন করছেন। খবর বিডিনিউজের। নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মিজানুর রহমান জানান, তার মাথায় ধারালো অস্ত্রের কোপ লাগায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রীতিরঞ্জনের বড় ছেলে পার্থ সাহা জানান, তার বাবা ঢাকায় দলের ২১তম সম্মেলন যোগদান করে ফেরার পথে শুক্রবার মধ্যরাতে নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ স্টেশন থেকে রহিমাবাদে যাওয়ার পথে তাদের বাড়ির অদূরে এ হামলার ঘটনা ঘটে। তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিচিত এক পথচারী তাদের খবর দেয়। এরপর রাত দেড়টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয় বলে জানান তার ছেলে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখান থেকে ভোরে নরসিংদী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে শনিবার সকালে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য প্রীতিরঞ্জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান বলে জানান তার ছেলে পার্থ। নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার বলেন, ‘যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক আমরা তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসব।
×