ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে কমেছে বেকারত্বের হার

প্রকাশিত: ১১:৫৭, ২২ ডিসেম্বর ২০১৯

যুক্তরাজ্যে কমেছে বেকারত্বের হার

অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাজ্যে কমেছে বেকারত্বের হার। অক্টোবর পর্যন্ত তিন মাসে ১৩ হাজার বেকার মানুষের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২ লাখ ৮১ হাজারে। দেশটির পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, যুক্তরাজ্যের বেকারত্ব ১৯৭৫ সালের জানুয়ারির পর সর্বনি¤েœ পৌঁছেছে। এর মধ্যে নারীদের মাঝে বেকারত্বের হার কমেছে সবচেয়ে বেশি। এদিকে সার্বিক কর্মসংস্থান বেড়ে দাঁড়িয়েছে ৭৬ দশমিক ২ শতাংশে। যা এ যাবতকালে সর্বোচ্চ। তিন মাসে ২৪ হাজার মানুষের চাকরি হওয়ায় মোট কর্মসংস্থান অবস্থান করছে ৩ কোটি ২৮ লাখে। তবে বোনাসের হিসাব বাদ দিয়ে বার্ষিক অর্থনীতির মজুরি প্রবৃদ্ধি কমে হয়েছে ৩ দশমিক ৫ শতাংশ।
×