ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌরভের দলে নেই ধোনি

প্রকাশিত: ১১:৫৪, ২২ ডিসেম্বর ২০১৯

সৌরভের দলে নেই ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটের চলমান কিংবদন্তি। তার হাত ধরেই প্রথম টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। পুনরুদ্ধার করেছিল ওয়ানডে বিশ্বকাপও। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে শিরোপা উপহার দিয়েছেন একাধিকবার। সেই তাকে আইপিএলে নিজের সেরা একাদশে রাখেননি সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। না আইপিএল ইতিহাসের নয়, দু’দিন আগে হয়ে যাওয়া এবারের নিলামের পর সবগুলো দল থেকে নিজের একাদশ বেছে নিয়েছেন দাদাবাবু। যেখানে অধিনায়ক তিনি নিজেই। ধোনির সাম্প্রতিক অফ-ফর্মের কারণে উইকেটরক্ষক হিসেবে তরুণ ঋষভ পন্থকেই পছন্দ সৌরভের। সৌরভের আইপিএল একাদশ ॥ সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহালি, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ, আন্দ্রে রাসেল, জাশপ্রিত বুমরাহ, মার্কাস স্টয়নিস, রিয়ান পরাগ, জোফরা আর্চার, রবীন্দ্র জাদেজা। বিজয় দিবস বাস্কেটবল স্পোর্টস রিপোর্টার ॥ বিজয় দিবস নারী বাস্কেটবলের সিনিয়রে দেশী রুকিজ বাস্কেটবল এবং জুনিয়রে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ ব্রিজ স্কুল। শনিবার ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত সিনিয়র গ্রুপে দেশী রুকিজ ক্লাব দুই ম্যাচে চার পয়েন্ট এবং জুনিয়র গ্রুপে সাউথ ব্রিজ স্কুল সমান পয়েন্ট পেয়ে শিরোপা জেতে। এছাড়া সিনিয়রে দেশী রুকিজ দলের আয়েশাতা সিদ্দিকী অন্বেষা এবং জুনিয়র গ্রুপে সাউথ ব্রিজের সুহা আরিবা সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনি, এমপি। বিকেলে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক লেঃ কমান্ডার একে সরকার (অব.)। এ সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন। ভলিবল ॥ দশটি দলকে দুই গ্রুপে বিভক্ত করে রবিবার থেকে শুরু হচ্ছে ওয়ালটন বিজয় দিবস ভলিবল। এবার অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিদ্যুত উন্নয়ন বোর্ড, তিতাস ক্লাব, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ জেল এবং বিকেএসপি। ১০ দিনব্যাপী প্রতিযোগিতার সবগুলো খেলাই পল্টনের শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন ওয়ালটনের নির্বাহী কর্মকর্তা এফএম ইকবাল বিন আনোয়ার।
×