ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুব বিশ্বকাপের দল ঘোষণা বিসিবির

প্রকাশিত: ১১:৫৪, ২২ ডিসেম্বর ২০১৯

যুব বিশ্বকাপের দল ঘোষণা বিসিবির

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছর ১৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় মাঠে গড়াবে অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেট আসর। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ওয়ানডে ফরমেটে মোট ১৬ দলের অংশগ্রহণে রাউন্ড রবিন লীগপর্বের পর নকআউট পর্ব মিলিয়ে অনুষ্ঠিত হবে ৪৮টি ম্যাচ। ‘সি’ গ্রুপে পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুইয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। আসন্ন এই যুব বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল শনিবার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৬ জনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। পচেফস্ট্রুমে ১৮ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা খেলবে জিম্বাবুইয়ে অনুর্ধ-১৯ দলের বিপক্ষে। আগামী ৩ জানুয়ারিই সে জন্য দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশের যুবা ক্রিকেট দল। মূল লড়াইয়ে নামার আগে দক্ষিণ আফ্রিকায় কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে দুই সপ্তাহ আগেই যাবে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। ৩ জানুয়ারি সন্ধ্যায় রওনা হয়ে পরদিন সন্ধ্যার কিছু পরেই জোহানেসবার্গে পৌঁছে নিজেদের মূল ম্যাচের ভেন্যু পচেফস্ট্রুমে রওনা হবে বাংলাদেশের যুবারা। সেখানে সেনওয়েস পার্কে ৭ জানুয়ারি আফগানিস্তান অনুর্ধ-১৯ ও ৯ জানুয়ারি পচেফস্ট্রুম অনুর্ধ-১৯ দলের বিপক্ষে দুটি অনুশীলন ম্যাচ খেলবে। এরপর যুব বিশ্বকাপের মূল কার্যক্রম শুরু হবে। বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচে ১৩ জানুয়ারি প্রিটোরিয়ার টাক্স ওভালে অস্ট্রেলিয়া অনুর্ধ-১৯ ও ১৫ জানুয়ারি জোহানেসবার্গের সেন্ট জন’স মাঠে নিউজিল্যান্ড অনুর্ধ-১৯ দলের বিপক্ষে খেলবেন বাংলাদেশের যুবা ক্রিকেটাররা। মূল আসরের তিন ম্যাচই এরপর পচেফস্ট্রুমে। ১৮ জানুয়ারি জেবি মার্কস ওভালে জিম্বাবুইয়ে, ২১ জানুয়ারি উইটর‌্যান্ড ওভালে স্কটল্যান্ড ও ২৪ জানুয়ারি জেবি মার্কস ওভালে পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। চারটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সুপার লীগে এবং বাকি দুই দল প্লেট পর্বে অংশ নেবে। উইকেটরক্ষক ব্যাটসম্যান আকবর আলীকে অধিনায়ক ও টপঅর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয়কে সহঅধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ অনুর্ধ-১৯ দল ॥ আকবর আলী (অধিনায়ক, উইকেটরক্ষক), তৌহিদ হৃদয় (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহীন আলম, রকিবুল হাসান ও হাসান মুরাদ। স্ট্যান্ড বাই ॥ অমিত হাসান, এসএম মেহেরব হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মিনহাজুর রহমান মোহান, রুবেল মিয়া ও আসাদুল্লাহহিল গালিব।
×