ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুভেন্টাস ছাড়ছেন মানজুকিচ!

প্রকাশিত: ১১:৫৩, ২২ ডিসেম্বর ২০১৯

জুভেন্টাস ছাড়ছেন মানজুকিচ!

স্পোর্টস রিপোর্টার ॥ চার বছর আগে জুভেন্টাসে নতুন করে ঠিকানা গড়েছিলেন মারিও মানজুকিচ। এরপর থেকেই ইতালিয়ান জায়ান্টদের মূল ভরসা হয়ে ওঠেন ক্রোয়েশিয়ার সাবেক এই তারকা ফুটবলার। এই সময়ে ১৬৪ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ৪৪ গোল করেন মারিও মানজুকিচ। কিন্তু চলতি মৌসুমের বেশিরভাগ সময়ই মূল একাদশের বাইরে থাকতে হয় তাকে। বিশেষ করে মাউরিসিও সারির অধীনে এখন পর্যন্ত কোন ম্যাচেই প্রতিনিধিত্ব করার সুযোগ হয়নি তার। যে কারণেই জুভেন্টাস ছাড়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মারিও মানজুকিচ। কোথায় যাবেন জুভেন্টাসের এই ক্রোয়েশিয়ান কিংবদন্তি? এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে গত সেপ্টেম্বরে কাতারের এক ক্লাবে যাওয়ার চুক্তি প্রায় করেই ফেলেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর রাজি হননি মানজুকিচ। সেই সময়ে তার ব্যাপারে ইউরোপের শীর্ষসারির কয়েকটি ক্লাব আগ্রহী হওয়ার কারণেই সেই সিদ্ধান্তের পরিবর্তন করেন তিনি। তাকে পাওয়ার ব্যাপারে আগ্রহী এসি মিলান এবং ম্যানচেস্টার ইউনাইটেড। ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ ২০ বারের চ্যাম্পিয়ন ইউনাইটেডের সেই পারফর্মেন্স আর নেই। এ্যালেক্স ফার্গুসন চলে যাওয়ার পর ওল্ডট্র্যাফোর্ডে শিরোপার দেখা নেই। সেই সঙ্কট কাটাতে দলকে নতুন করে সাজাতে চায় ক্লাবটি। সে জন্য আর্জেন্টিনায় নজর দিয়েছে ম্যানইউ। হ্যাঁ, লৌতারো মার্টিনেজ ও লিয়ান্দ্রো পারেদেসকে দলে নিতে চায় তারা। দু’জনকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড খরচ করতে হবে ম্যানইউকে। ইংলিশ জায়ান্টদের আগ্রহের কথা জানেন ইন্টার মিলান ও পিএসজি’র দুই তারকাই। ২২ বছরের মার্টিনেজ ও ২৪ বছরের পারেদেসকে ক্লাবের ভবিষ্যত হিসেবে দেখছেন ম্যানইউ’র কোচ ওলে গানার সোলসজায়ের। মার্টিনেজকে অবশ্য নজরে নজরে রাখছে বার্সিলোনাও। চলতি মৌসুমেই তার বেতন বাড়িয়েছে ইন্টার। রিলিজ ক্লজ ধরা রয়েছে ১১০ মিলিয়ন ইউরো। তার রেকর্ডও ভাল। চলতি সিরি’এ লীগে ১৫ ম্যাচে আট গোল করেছেন মার্টিনেজ। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লীগেও ৫ গোল করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। মার্টিনেজ ইন্টারের সামনের সৈনিক হলেও পিএসজিতে ভিন্ন অবস্থায় পারেদেস। তাকে নিয়মিত একাদশেই রাখছেন না কোচ থমাস টাচেল। চলতি মৌসুমে সবমিলিয়ে এখন পর্যন্ত মাত্র চার ম্যাচে খেলেছেন পারেদেস। চলতি বছরের জানুয়ারিতে জেনিত সেইন্ট পিটার্সবার্গ থেকে প্যারিসে পাড়ি জমানোর পর মাত্র ২৫ ম্যাচ খেলেছেন। এদিকে পল পগবা ইস্যুতে এতদিন ‘না’ বললেও এবার ‘হ্যাঁ’ বলছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফরাসী মিডফিল্ডারকে ছেড়ে দিতে প্রস্তুত তারা। পগবার বিকল্প হিসেবে দু’জনকে ঠিকও করে ফেলেছে রেড ডেভিলরা। তার জায়গায় বিকল্প হিসেবে ঠিক করা হয়েছে হল্যান্ডের তরুণ ডনি ভ্যান ডি বিক ও এ্যাটলেটিকো মাদ্রিদের স্প্যানিশ তারকা সাউলকে। বেশ কিছুদিন ধরেই ম্যানইউ ছাড়ার কথা প্রকাশ্যে বলে আসছেন পগবা। তাকে নজরে রেখেছে রিয়াল মাদ্রিদ, বার্সিলোনা ও তার পুরনো ক্লাব জুভেন্টাস। কয়েকদিন আগে ফরাসী দৈনিক লে’পিক খবর দেয়, ইউরোর আগেই রিয়াল মাদ্রিদে যোগ দেবেন পগবা। গত গ্রীষ্মের দলবদলের বাজারে ব্যর্থ হলেও আশা ছাড়েননি পগবা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যানইউ’র জন্য বিপদ বাড়ছে। ওল্ডট্র্যাফোর্ডে দ্রুত চুক্তি শেষ হয়ে আসছে জুভেন্টাসের সাবেক তারকার। নতুন চুক্তি নাহলে সবমিলিয়ে ১২ মাস সময় আছে পগবা-ম্যানইউ’র হাতে। লে’কিপে জানায়, ইউনাইটেড ২০২০ সালেই পগবাকে বিক্রি করার জন্য আরও তাড়াহুড়ো করবে।
×