ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ফয়সালার শেষ ওয়ানডে আজ

প্রকাশিত: ১১:৫১, ২২ ডিসেম্বর ২০১৯

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ফয়সালার শেষ ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ দু’দিন আগে কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল ২০২০ আইপিএলের নিলাম। কে সর্বোচ্চ দাম পেলেন, কে দল পেলেন না, কোন্ দল কেমন হলোÑ ভারতীয় ক্রিকেটে এখনও আলোচনার বিষয় সেটি। তার মাঝেই কটকে আজ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ ফয়সালার তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির দল। র‌্যাঙ্কিংয়ে-সামর্থ্যে যোজন পিছিয়ে থাকা ক্যারিবীয়রা দুর্বার ভারতকে যে এতটা কোণঠাসা করে ফেলবে, অনেকেই হয়তো সেটি ভাবতে পারেননি। টি২০ সিরিজেরও ফয়সালা হয়েছিল শেষ ম্যাচে, ২-১এ জিতেছিল স্বাগতিকরা। চেন্নাইয়ে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের জয়ে এগিয়ে গিয়েছিল উইন্ডিজ। বিশাখাত্তমে রোহিত শর্মা ও লোকেশ রাহুলের দুরন্ত সেঞ্চুরি এবং স্পিনার কুলদীপ যাদবের হ্যাটট্রিকে ১০৭ রানের বড় জয়ে ঘুরে দাঁড়ায় কোহলিবাহিনী। অধিনায়ক জানিয়েছেন ম্যাচ ও সিরিজ জয় ছাড়া আর কিছুই ভাবছেন না তারা। অন্যদিকে দীর্ঘ একযুগেরও বেশি সময়ে ভারতকে ওয়ানডে সিরিজে হারানোর সুযোগ কাজে লাগাতে মরিয়া কাইরন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর দুইটায়। অধিনায়ক কোহলি বলেন, ‘আমরা পিছিয়ে পড়েও সিরিজে ফিরেছি। দ্বিতীয় ম্যাচে ছেলেরা দারুণ ক্রিকেট খেলেছে। বিশেষভাবে ব্যাটসম্যানরা। বোলারদের লড়াই করার সুযোগ দিয়েছে। আশা করব, কটকের শেষ ম্যাচেও তারা নিজেদের সেরাটা দিয়ে খেলবে এবং সিরিজ জয় নিশ্চিত করতে পারব। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।’ উল্লেখ্য, ১৯৮৩ সাল থেকে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে অংশ নেয় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ২০০৬ সালে সর্বশেষ দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ জিতেছিল ক্যারিবীয়রা। এরপর নয়টি সিরিজে অংশ নিয়েও জিততে পারেনি। গত আগস্টে নিজ মাঠে ভারতের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারে তারা। সিরিজ নির্ধারণী মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ ভারতের ধাক্কা বলতে একটাই। চোট পেয়ে ছিটকে গেছেন দীপক চাহার। তার জায়গায় ডাকা হয়েছে নবদীপ সাইনিকে। দিল্লী পেসার ভারতের হয়ে এখনও পর্যন্ত পাঁচটি টি২০ ম্যাচ খেলে ৬টি উইকেট নিয়েছেন তিনি। দুই পেসার মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর রয়েছেন। সেক্ষেত্রে সিরিজের নির্ণায়ক ম্যাচে সাইনির একদিনের ক্রিকেটে অভিষেকের সম্ভাবনা রয়েছে। ২৭ বছর বয়সী আলোচিত ডানহাতি ফাস্ট বোলার আজ নতুন বলে শামির সঙ্গী হতে পারেন তিনি। এছাড়া ৫ উইকেটে ৩৮৭ রানের পাহাড় গড়ে বিশাল জয় তুলে নেয়া আগের ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন ‘হিটম্যান’ রোহিত ও লোকেশ রাহুল। দুই ওপেনারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। রোহিত ১৫৯ ও রাহুল ১০২ রান করেন। এছাড়া শ্রেয়াস আইয়ার ৩২ বলে ৫৩ ও তরুণ ঋশভ পান্থ ১৬ বলে ৩৯ রানের টর্নেডো ইনিংস খেলেন। স্বাগতিক ব্যাটসম্যানরা ভালই ছন্দ খুঁজে পেয়েছেন। অন্যদিকে ভারতের বিপক্ষে দীর্ঘ সিরিজ জয়ের খরা ঘোচানোর এমন সুযোগটা কাজে লাগাতে চায় ক্যারিবীয়রা, ‘প্রথম ম্যাচে হেটমায়ার ও হোপের ব্যাটিং নৈপুণ্যে আমাদের জয়টা ছিল দুর্দান্ত। দ্বিতীয় ম্যাচে বোলাররা ভাল করতে পারেনি। আসলে আমাদের ভাগ্য সঙ্গে ছিল না। তবে কটকে জয়ের জন্যই আমরা মাঠে নামব। আমাদের লক্ষ্য সিরিজ জয়। ভারতের বিপক্ষে সিরিজ জয়ের বন্ধ্যত্ব ঘোচাতে চাই।’ বলেন রঙিন পোশাকের উইন্ডিজ অধিনায়ক পোলার্ড। ভারতের কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিয়ানরা বেশ মানিয়ে নিয়েছেন। কারণ অনেদিন ধরে তারা এখানে অবস্থান করছেন। টি২০ হারলেও আফগানিস্তানের বিপক্ষে জিতেছে ওয়ানডে সিরিজ এবং একমাত্র টেস্ট। সফরকারীদের হয়ে ব্যাটিংয়ে দুর্দান্ত ছন্দে আছেন শিমরন হেটমায়ার, শাই হোপ। দু’জনেই সিরিজে একটি করে সেঞ্চুরি পেয়েছেন। আছেন নিকোলাস পুরান ও অধিনায়ক কাইরন পোলার্ডের মতো হার্ডহিটার। শেলডন কটরেল, কিমো পল ও আলজারি জোসেফদের নিয়ে গড়া ক্যারিবীয় পেস বোলিং আক্রমণ বেশ শক্তিশালী। ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩২বার মুখোমুখি হয় ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে সমান ৬৩টি করে ম্যাচ জিতেছে দু’দল। বাকি ২টি টাই ও ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়।
×