ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু বিপিএলে প্রথম শতক ফ্লেচারের

প্রকাশিত: ১১:৫০, ২২ ডিসেম্বর ২০১৯

বঙ্গবন্ধু বিপিএলে প্রথম শতক ফ্লেচারের

স্পোর্টস রিপোর্টার ॥ বন্দরনগরী চট্টগ্রাম পর্বে ব্যাটসম্যানরা দুরন্ত হয়ে উঠেছেন। সাগরিকায় রীতিমতো ঝড় তুলেছেন তারা ব্যাটিং তা-বে। এবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) সাগরিকায় শুরুর দিনেই রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৫১ বলে ৯৬ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ শুক্রবার পেয়ে গিয়েছিলেন কুমিল্লা ওয়ারিয়র্সের ইংলিশ তারকা ডেভিড মালান। কিন্তু আউট হয়ে গেছেন ৩৮ বলে ৮৪ রান তুলে। শনিবার মুশফিকের দল খুলনার বিপক্ষেই মুশফিককে ছাড়িয়ে যান সিলেট থান্ডারের ওয়েস্ট ইন্ডিজ ওপেনার আন্দ্রে ফ্লেচার। তিনি করেন চলতি আসরের প্রথম সেঞ্চুরি এবং অপরাজিত থাকেন ৫৭ বলে ১০৩ রানে। বিপিএলের ইতিহাসে এটি ১৪তম ব্যাটসম্যান হিসেবে ছিল ১৯তম শতক। এটি আবার ফ্লেচারের টি২০ ক্যারিয়ারেরও প্রথম সেঞ্চুরি। সিলেটের আরেক উইন্ডিজ তারকা জনসন চার্লস ৩৮ বলে ৯০ রান করে আউট হয়ে মুশফিককে পেরোতে পারেননি। তবে এবারের আসরে মুশফিকের ব্যাট থেকে আসা সেরা ইনিংসকে পেছনে ফেলে সেরা ব্যক্তিগত ইনিংসের মালিক হয়ে গেছেন ফ্লেচার। মুশফিক এই ম্যাচে মাত্র ১২ রানেই সাজঘরে ফিরেছেন। তবে বিপিএল ইতিহাসে এখন সেরা ব্যাটসম্যান হয়ে গেছেন স্বদেশী তামিম ইকবালকে পেছনে ফেলে। দীর্ঘদিন রান খরায় ভুগছিলেন বাংলাদেশ জাতীয় দলের অপরিহার্য বাঁহাতি ওপেনার তামিম। বঙ্গবন্ধু বিপিএলে প্রথম ম্যাচেও ব্যর্থতার বৃত্তে বন্দী থেকে আউট হয়ে যান ৫ রানে। তবে এরপর ৭৪ ও ৩১ রানের দুটি ইনিংস খেলে ফিরে আসেন পুরনো রূপে। আগে থেকেই বিপিএল ইতিহাসে তিনি সর্বাধিক রান করে ছিলেন ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে। এগিয়ে যাচ্ছিলেন আরও ওপরের দিকে। প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে ২০০০ রানের মাইলফলক ছুঁতে মাত্র ৬৫ রান দূরে ছিলেন তিনি। কিন্তু ভাইরাস জ্বর ও কুঁচকির ইনজুরিতে চট্টগ্রাম পর্বে খেলতেই পারেননি। বিপিএলে মাত্র ৬১ ম্যাচ খেলে ৩৫.৮৩ গড়ে ১৭ অর্ধশতক ও ১ শতকে তিনি ১৯৩৫ রান করেছেন। তার বেশ পেছনেই ছিলেন মুশফিক। তবে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই মুশফিক ৫১ বলে ৯ চার, ৪ ছক্কায় ৯৬ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে তামিমের নিকটবর্তী হয়ে যান। সেটি ছিল যে কোন পর্যায়ের টি২০ ক্যারিয়ারের মুশফিকের সেরা ইনিংস। তবে প্রথম শতক থেকে বঞ্চিত হন মাত্র ৪ রানের জন্য। পরবর্তী ম্যাচে ১৭ রানে অপরাজিত ছিলেন। শনিবার তামিমকে পেছনে ফেলতে মাত্র ১২ রান প্রয়োজন ছিল তার। সেই ১২ রানেই সাজঘরে ফিরেছেন তিনি। ফলে বিপিএলে এখন ব্যাটসম্যানদের মধ্যে রান করার দিক থেকে সবার ওপরে মুশফিক। এই টি২০ প্রতিযোগিতায় তিনি ৭৫ ম্যাচ খেলে এখন পর্যন্ত করেছেন ৩৪.৫৭ গড়ে ১২ হাফ সেঞ্চুরিতে ১৯৩৬ রান। আর মাত্র ৬৪ রান করতে পারলেই প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে ২০০০ রানের মালিক হয়ে যাবেন তিনি। তবে ফিফটিতে (১২) ও বাউন্ডারিতে (১৫৯ চার) তিনি পিছিয়ে তামিমের চেয়ে। তামিমের আছে ১৭ ফিফটি ও ২০২টি চার। এক্ষেত্রে বিপিএলে তামিম সবার ওপরে আর মুশফিক দ্বিতীয়। তবে ছক্কা হাঁকানোর সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (১২০)। মুশফিক বিপিএল ইতিহাসে সবাইকে ছাড়িয়ে যাওয়ার আগেই চলতি আসরে তার সর্বোচ্চ রানের ইনিংসটিকে পেছনে ফেলেছেন ফ্লেচার। টানা চারটি হারে বিপর্যস্ত সিলেটের এ ওপেনার প্রথম জয়ের ভিত গড়ে দিয়েছেন এদিন শতক হাঁকিয়ে। প্রথম ওভারেই সঙ্গী ওপেনার আব্দুল মজিদকে (২) হারিয়ে ফেলেছিলেন। কিন্তু এরপর স্বদেশী জনসন চার্লসকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে মাত্র ৭০ বল থেকে তারা ১৫০ রানের জুটি গড়েন। চার্লস ৩৮ বলে ১১ চার, ৫ ছক্কায় ৯০ রানে সাজঘরে ফেরেন। চলতি আসরে মুশফিকের পর এটিই ছিল দ্বিতীয় সেরা ব্যক্তিগত ইনিংস। ফ্লেচার তখন মাত্র ৩৫ বলে ৬৫ রান করতে পেরেছেন। ২৬ বল খেলে চলতি আসরের প্রথম ফিফটি পেয়েছিলেন তিনি। কোন পর্যায়ের টি২০ ক্রিকেটে এর আগে শতকের দেখা পাননি এ ডানহাতি ওপেনার। কিন্তু এবার পেয়ে গেছেন সেই কাক্সিক্ষত ‘৩’ অঙ্কের ম্যাজিক ফিগারটির দেখা। সব পর্যায়ে ক্যারিয়ারের ১৭৮তম টি২০ ম্যাচে এসে করলেন শতক ১৯তম ওভারে খুলনার পাকিস্তানী পেসার মোহাম্মদ আমিরের করা তৃতীয় বলকে চার হাঁকিয়ে এই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৭ বলে ১১ চার, ৫ ছক্কায় ১০৩ রানে। এর আগে বিপিএলে মোট ১৮টি সেঞ্চুরি হয়েছে। ১৩ জন ব্যাটসম্যান শতক হাঁকিয়েছেন। শুধু ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল একাই ৫টি এবং আরেক উইন্ডিজ ওপেনার এভিন লুইস ২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। সেই তালিকায় আছে শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান, আহমেদ শেহজাদ, ডোয়াইন স্মিথ, জনসন চার্লস, এ্যালেক্স হেলস, লরি ইভান্স, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, তামিম ইকবালের নাম। বিপিএলে সর্বশেষ ১৪তম সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নামটি লেখালেন ফ্লেচারও।
×