ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আটা চিনি ও রং দিয়ে খেজুরের গুড় তৈরি, ৪ জনকে জরিমানা

প্রকাশিত: ১১:৪০, ২২ ডিসেম্বর ২০১৯

আটা চিনি ও রং দিয়ে খেজুরের গুড় তৈরি, ৪ জনকে জরিমানা

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২১ ডিসেম্বর ॥ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরর্দী গ্রামে ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে শনিবার সকালে মোঃ তৈয়ব (৪৮), মিজানুর রহমান (৩২), সবুর মোল্যা (২৫) ও মোঃ আহাদকে (৩০) ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন। আদালত সূত্রে জানা যায়, গুড় ব্যবসায়ীরা নিজেদের বাড়িতে খেজুরের রসের সঙ্গে চিনি, আটা ও রং মিশিয়ে খেজুরের গুড় তৈরি করছিল। বোয়ালমারীতে বিদেশী মদসহ তিনজন আটক সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২১ ডিসেম্বর ॥ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণি গ্রামের কিয়ামউদ্দিনের বাড়ির সামনে বোয়ালমারী-এলাংখালী সড়কের ওপর থেকে শুক্রবার রাতে এক বোতল বিদেশী মদসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলোÑ পাশের মধুখালী উপজেলার বাগাট গ্রামের সনজিত দেবনাথ (৪০), বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের কুন্ডল সিকদার (২৮) ও পৌরসভার কামারগ্রামের কৃষ্ণ কর্মকার (২২)। এ সময় তাদের কাছ থেকে একটি এ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়।
×