ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কন্টেনার হ্যান্ডলিংয়ে চট্টগ্রাম বন্দরের রেকর্ড

প্রকাশিত: ১১:৩৯, ২২ ডিসেম্বর ২০১৯

কন্টেনার হ্যান্ডলিংয়ে চট্টগ্রাম বন্দরের রেকর্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ৩০ লাখ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিংয়ে রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। বিশ্বের খুব স্বল্পসংখ্যক বন্দর এক বছরে ত্রিশ লাখ কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্ষমতা রাখে। এ বন্দর এখন কন্টেনার হ্যান্ডলিংয়ে শীর্ষস্থানীয় বন্দরগুলোর তালিকায় স্থান করে নিয়েছে। সারাবিশ্বের বন্দরসমূহের জন্য এ বন্দর ‘থ্রি মিলিয়ন ক্লাব’র মেম্বার হিসেবে একটি নতুন ও গুরুত্বপূর্ণ বার্তা। চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছে, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে গত ২০ ডিসেম্বর পর্যন্ত সময়ে চট্টগ্রাম বন্দর ৩০ লাখ ২ হাজার ৪২ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং করতে সক্ষম হয়েছে। এরফলে এ বন্দরে কন্টেনার হ্যান্ডলিংয়ে অতীতের রেকর্ড ভেঙ্গেছে। এক বছর সময় শেষ হতে এখনও এক সপ্তাহেরও বেশি সময় রয়েছে। এ সময়ে হ্যান্ডলিংয়ের গড় অনুযায়ী আরও প্রায় ১ লাখ কন্টেনার হ্যান্ডলিংয়ের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, এক বছরের কম সময়ের মধ্যে ৩০ লাখ কন্টেনার হ্যান্ডলিং এ বন্দরের ইতিহাসে একটি মাইলফলক। বন্দরের পরিসংখ্যান অনুযায়ী ২০১৮ সালে হ্যান্ডলিং হয় ২৯ লাখ ৩ হাজার টিইইউএস কন্টেনার। এর আগের বছর অর্থাৎ ২০১৭ সালে ছিল ২৬ লাখ ৬৭ হাজার টিইইউএস কন্টেনার, ২০১৬ সালে হয়েছে ২৩ লাখ ৪৭ হাজার টিইইউএস কন্টেনার। বন্দর সচিবালয় জানিয়েছে, এ বন্দরের জেটি, পানগাঁও টার্মিনাল ও কমলাপুর কন্টেনার ডিপোতে কন্টেনার হ্যান্ডলিংয়ের পরিসংখ্যানে এ রেকর্ড হয়েছে। অপরদিকে, অর্থবছর অনুযায়ী ২০১৩-১৪ সালে ১৬ লাখ ২৫ হাজার ৫০৯ টিইইউএস কন্টেনার, ২০১৪-১৫ সালে ১৮ লাখ ৬৭ হাজার ৬২ টিইইউএস কন্টেনার, ২০১৫-১৬ সালে ২১ লাখ ৮ হাজার ৪৯৯ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং হয়েছে। এদিকে, গত আগস্ট মাসে লন্ডনভিত্তিক শিপিং বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরনো সংবাদ মাধ্যম লয়েডস লিস্ট এ প্রকাশিত তালিকায় চট্টগ্রাম বন্দর বিশে^র ১শ’ ব্যস্ততম বন্দরের মধ্যে ৬৪তম স্থান করে নেয়। ইতোমধ্যে এক বছরের ব্যবধানে ৬ দফা এগিয়েছে এ বন্দর। ২০১৭ সালে চট্টগ্রাম বন্দর ছিল ৭০তম অবস্থানে। এর আগের বছর অর্থাৎ ১০১৬ সালে ছিল ৭১তম। শীর্ষস্থানে ছিল চীনের সাংহাই বন্দর।
×