ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাটির পাত্রই প্রধান আকর্ষণ

প্রকাশিত: ১১:২০, ২২ ডিসেম্বর ২০১৯

মাটির পাত্রই প্রধান আকর্ষণ

মানুষের বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন হয়েছে মানুষের তৈরি ব্যবহারকারী সামগ্রীরও। আর সেই বিবর্তনই হলো লন্ডন জাদুঘরের প্রধান আকর্ষণ। জাদুঘরের এক কর্নারে রাখা আছে একটি সাদা কাগজের তৈরি চায়ের কাপ। যাতে লাল হরফে লেখা এয়ার ইন্ডিয়া। তার ঠিক পাশেই রাখা আছে একটি মাটির ভাঁড়। দুটি বস্তুর মধ্যে ব্যবধান প্রায় সাড়ে তিন হাজার বছরের। অর্থাৎ মাটির কাপটি সাড়ে তিন হাজার বছরের পুরনো। ঐতিহাসিকদের অনুমান বর্তমান সময় থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে আইসল্যান্ডের সারতে এলাকায় ওই মাটির ভাঁড়টি মদ পানের জন্য তৈরি করা হয়েছিল। যা ব্যবহার করে ফেলে দেয়া হতো সেই সময়ে। আর তার পাশে রাখা সাদা কাগজের কাপটি তৈরি হয়েছে ১৯৯০ সালে। তাও ব্যবহার করে ফেলে দেয়া হয়। গবেষকদের মতে, এই সাড়ে তিন হাজার বছরের বিবর্তনে মানুষের প্রতিদিনের জীবনে খুব একটা বিশেষ পরিবর্তন হয়নি। ব্রোঞ্জ যুগে মাটির ভাঁড়টি তৈরি হয়েছিল। আর আজও এই ধরনের পাত্র তৈরি হয়। এর গবেষক জানিয়েছেন, প্রতি বছর সারা বিশ্বে প্রায় তিন শ’ কোটি এই ধরনের পাত্র তৈরি করা হয়। যা আমরা ব্যবহার করে ফেলে দেই। অপর এক গবেষক জানান, ১৯৫০ সাল থেকে এই মাটির কাপটি এখানে রয়েছে কিন্তু তেমনভাবে তা কারও নজরে আসেনি। কিন্তু এর পাশে সাদা কাগজের কাপটি রাখতেই তা নজর কেড়েছে দর্শকদের। ইতোমধ্যে এই দুই বস্তুকে আলাদা একটি ঘরের মাঝে রাখা হয়েছে। যা ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। -সিবিএস নিউজ
×