ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে হত্যা ও ডাকাতি মামলার আসামিরা বেপরোয়া

প্রকাশিত: ১১:১৮, ২২ ডিসেম্বর ২০১৯

বাঁশখালীতে হত্যা ও ডাকাতি মামলার আসামিরা বেপরোয়া

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২১ ডিসেম্বর ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা ৪নং ওয়ার্ড এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছে কতিপয় চিহ্নিত, দাগী, অবৈধ অস্ত্রধারী একাধিক ফৌজদারি মামলার আসামি। অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে সন্ধ্যা নামলেই কাহারঘোনা জনপদে আতঙ্ক বিরাজ করে। হত্যা, অস্ত্র ও ডাকাতি মামলার একাধিক আসামি বেপরোয়া হয়ে উঠেছে। তাদের আধিপত্য বিস্তারের কারণে মুখ খুলতেও সাহস করে না এলাকাবাসী। সম্প্রতি ঘটে যাওয়া সাহাব উদ্দিন হত্যাকা-কে কেন্দ্র করে তারা এলাকার নিরীহ লোকজনকে হত্যা মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ উঠেছে এই সন্ত্রাসী গ্রুপটির বিরুদ্ধে। তাছাড়া রাত ঘনিয়ে এলেই এই সিন্ডিকেটের সদস্যরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে লোকজনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোনসহ সর্বস্ব হাতিয়ে নিচ্ছে বলে জানান স্থানীয়রা। এদিকে দোকান, বসতঘরে চুরির অহরহ ঘটনার পরিপ্রেক্ষিতে থানা পুলিশসহ প্রশাসনের বিভিন্ন দফতরে স্থানীয়দের অভিযোগ থাকলেও নিরীহ লোকজন প্রতিবাদ করলেও কোন সুরাহা পাচ্ছেনা। এ বিষয়ে শনিবার (২১ ডিসেম্বর) বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম মজুমদার কাহারঘোনায় অবৈধ অস্ত্র রয়েছে এমন তথ্য স্বীকার করে বলেন, এলাকায় অস্ত্রবাজদের সম্পর্কে পুলিশের কাছে তথ্য ও নজরদারি রয়েছে। সন্ত্রাসী ও ডাকাতরা যত বড় শক্তিশালী হোক না কেন তাদের গ্রেফতার করা হবে। কোন অবস্থাতেই অস্ত্রধারীরা আইনের হাত থেকে রক্ষা পাবে না। তাছাড়া সরলের কাহারঘোনা এলাকার অস্ত্রধারীদের গ্রেফতার অভিযান চলছে বলেও তিনি জানান। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, সরল ৪নং ওয়ার্ডের বাদশা মিয়ার পুত্র আবদুল মান্নানের নেতৃত্বে এসব অপরাধ কর্ম সংঘটিত হচ্ছে। প্রতি রাতে কাহারঘোনা এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে যাচ্ছে সংঘবদ্ধ অবৈধ অস্ত্রধারীদের একটি গ্রুপ। ওই এলাকায় বসবাসকারী মানুষকে অস্ত্রের মুখে জিম্মী করে লুটে নিচ্ছে সর্বস্ব। এমনকি নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে তাদের বিরুদ্ধে প্রতিবাদকারী এলাকার সাধারাণ লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমাসহ সহায় সম্পত্তি জবর দখলের বিশেষ সিন্ডিকেট গঠন করেছে। এরা কথায় কথায় সাধারণ মানুষের ওপর নির্বিচারে নিপীড়ন, জুলুম ও অত্যাচার করে যাচ্ছে। অবৈধ অস্ত্রধারী সিন্ডিকেট দলের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলার ধরাছোঁয়ার বাইরে রয়েছে তারা।
×