ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইলিশ মাছের বাক্স থেকে ইয়াবা উদ্ধার

রাজধানীতে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে তরুণ খুন

প্রকাশিত: ১১:১৪, ২২ ডিসেম্বর ২০১৯

রাজধানীতে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে তরুণ খুন

স্টাফ রিপোর্টার ॥ সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে রাজধানীর মুগদায় এক তরুণকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে শনির আখড়ায় ইলিশ মাছের বাক্সের ভেতর থেকে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর মুগদায় মাহিন হোসেন (১৮) নামে এক তরুণকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে মাহিন ও তার তিন বন্ধু মিলে মান্ডার ল্যাটকার গলি বালুর মাঠে আগুন পোহাচ্ছিলেন। এ সময় কয়েক জন যুবক লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা মাহিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তার তিন বন্ধু তাকে রক্ষা করতে গেলে তাদেরও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা চারজনকে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের তিন বন্ধুকে সেখানে চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, পূর্বশত্রুতার জের ধরে হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ওসি জানান, শুক্রবার রাতে মাহিনসহ চারজন মান্ডা ল্যাটকার গলি বালুর মাঠে ছিলেন। এ সময় ১২-১৩ জন যুবক তাদের ওপর অতর্কিতে হামলা চালায় ও ছুরিকাঘাত করে। এতে তিনজন আহত হয়। এ ব্যাপারে মুগদা থানায় হত্যা মামলা হয়েছে। মাহিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, অনেক আগে মাহিনের বাবার সঙ্গে তার মায়ের বিচ্ছেদ হয়। এরপর মাহিনসহ তিন সন্তান নিয়ে মাহিনের মা যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কসংলগ্ন একটি বাসা ভাড়া নেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মুগদা থানার এসআই মহিবুর জানান, মাহিন বেকার ছিল। ধারণা করা হচ্ছে, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে এই খুনের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ইলিশ মাছের বাক্সের ভেতর থেকে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার রাজধানীর শনির আখড়ায় ইলিশ মাছের বাক্সের ভেতর থেকে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এরা হচ্ছে আবেদ হোসাইন (৩৬), মিজান (২৯), বাপ্পী (৩৫) ও শাহেদ (৩৫)। র‌্যাব-২-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, কক্সবাজার থেকে ইলিশ মাছের বাক্সে করে ইয়াবা ট্যাবলেট রাজধানীতে নিয়ে আসছিল মাদক কারবারিরা। শুক্রবার রাতে এই সংবাদ পেয়ে শনির আখডা এলাকায় অভিযান চালিয়ে তাদের সঙ্গে থাকা ইলিশ মাছভর্তি বাক্সে অভিনব পন্থায় লুকানো অবস্থায় ১১ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির ১ হাজার ৮০০ টাকা, ৬টি মোবাইল, ৪টি চ্যানেল বাক্স উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, এর আগেও তারা কক্সবাজার থেকে মাছের বাক্সের ভেতরে ইয়াবা ঢাকায় নিয়ে এসেছিল। পরে তা রাজধানীর বিভিন্ন মাদক স্পটে বিক্রি করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
×