ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৩৮ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০৯:৪৯, ২২ ডিসেম্বর ২০১৯

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৩৮ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২২টি কোম্পানির ৩৮ কোটি টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫৫ শতাংশ কমে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর ৬৮ লাখ ১ হাজার ৫৩৮টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৮ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে ৩৯ কোম্পানির ১ কোটি ৭৩ লাখ ৯১ হাজার ২০০টি শেয়ার হাত বদলের মাধ্যমে ৮৪ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্লকে ৪৬ কোটি ৬০ লাখ ৮৭ হাজার টাকার বা ৫৫ শতাংশ কম লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৯৮ লাখ ৮৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকের। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ১৩ লাখ ৭৪ হাজার টাকার মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের। এছাড়া ড্রাগন সোয়েটারের ১২ লাখ ২০ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৬ লাখ ৫০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭৪ লাখ ১৩ হাজার টাকার, আরএসআরএম স্টিলের ২২ লাখ ৪০ হাজার টাকার, সিনোবাংলার ১২ লাখ ৬৩ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ২ লাখ টাকার, এসএস স্টিলের ১ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকার, গ্রামীণফোনের ১৩ লাখ ২৭ হাজার টাকার, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সের ১৩ লাখ ৭৫ হাজার টাকার, রেকিট বেনকিজারে ২০ লাখ ৩৮ হাজার টাকার, রেনেটার ৪ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৮৮ লাখ ৫৯৯ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৪৭ লাখ ২২ হাজার টাকার, জাহিন স্পিনিংয়ের ৩২ লাখ ১০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৫ লাখ ৯৭ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৫ লাখ ৮২ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৬৩ লাখ ৪০ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ১৬ লাখ ৩৩ হাজার টাকার এবং উত্তরা ব্যাংকের ১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
×