ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবলুপ্তির সিদ্ধান্ত

প্রকাশিত: ০৯:৪৪, ২২ ডিসেম্বর ২০১৯

অবলুপ্তির সিদ্ধান্ত

ব্রিটেনের রাজনৈতিক দল চেঞ্জ ইউকে অবলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলটির পুরো নাম দ্য ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ ফর চেঞ্জ, গঠিত হয়েছিল কনজারভেটিভ ও লেবার পার্টির দলত্যাগীদের নিয়ে। ১২ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দলটি একটি আসনও পায়নি। নির্বাচনে এমন ভরাডুবির পর দলটির প্রধান আন সব্রি এ সিদ্ধান্ত নিয়েছেন। সব্রি কনজারভেটিভ পার্টির একজন সাবেক মন্ত্রী। চলতি বছর ফেব্রুয়ারিতে দলটি গঠিত হয়েছিল। -বিবিসি ৬ হাজার বার্তা অপসারিত সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় ৬ হাজার বার্তা অপসারণ করেছে টুইটার। টুইটার কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, সৌদি সরকারের পক্ষ থেকে কঠোর ভাষায় করা ৫ হাজার ৯২৯টি টুইট, রিটুইট ও রিপ্লাই মুছে ফেলা হয়েছে। সামাজিক যোগাযোগ সাইটটি সম্প্রতি ৮৮ হাজার অবাঞ্ছিত টুইট অপসারণ করেছে। টুইটার মনে করে তাদের অবজ্ঞা, বিদ্বেষ বা ভুয়া তথ্য ছড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহৃত হওয়া উচিত নয়। -এপি
×