ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিউ সাউথ ওয়েলসে দাবানল নেভাতে বিপুল কর্মী মোতায়েন

প্রকাশিত: ০৯:৪৩, ২২ ডিসেম্বর ২০১৯

নিউ সাউথ ওয়েলসে দাবানল নেভাতে বিপুল কর্মী মোতায়েন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে দমকল কর্মীরা শনিবারও দুর্যোগপূর্ণ দাবানলের আগুন নেভাতে কাজ করেছে। সেখানে ৪০ ডিগ্রী সেলসিয়াসের উপরে তাপমাত্রা বয়ে যাচ্ছে। তীব্র বাতাস ওই রাজ্যে চলা একশটিরও বেশি এলাকায় দাবানলর ছড়িয়ে দিতে পারে। রয়টার্স। কর্তৃপক্ষ বড়দিনের ছুটি উপলক্ষে লোকজনকে ভ্রমণের জন্য দেরি করতে বলেছে, দাবানলের অনুমানযোগ্যতা সম্পর্কে সতর্ক করেছে। শনিবার দিনের মধ্যভাগে বাতাস প্রতি ঘণ্টায় ৭০ কি.মি পর্যন্ত উাঠার সম্ভাবনা রয়েছে এবং তা অগ্নিশিখার গতি বাড়িয়ে দিতে পারে। সিডনির বিশাল এলাকা এবং আশপাশের দুটি এলাকাকে শনিবার দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। অন্য এলাকাকে চরম অথবা আরও বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। প্রায় ১০ হাজার জরুরী কর্মী শনিবার সারাদিন রাজ্যটিজুড়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এনএসডব্লিউ জরুরী সেবা মন্ত্রী ডেভিড ইলিয়ট বলেছেন, এটাই এ পর্যন্ত রাজ্যটিতে সব থেকে বেশি সংখ্যক কর্মী মোতায়নের ঘটনা।
×