ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাগরিকত্ব আইন নিয়ে মাহাথিরের ক্ষোভ

প্রকাশিত: ০৯:৪২, ২২ ডিসেম্বর ২০১৯

নাগরিকত্ব আইন নিয়ে মাহাথিরের ক্ষোভ

ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গোটা দেশ এখন প্রতিবাদমুখর। অসমের পর উত্তপ্ত হয়ে উঠছে রাজধানী নয়াদিল্লøী, পশ্চিমবঙ্গসহ দক্ষিণের রাজ্যগুলো। ইস্যুটি নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি এই আইনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন। এনডিটিভি। চলমান কুয়ালালামপুর সামিটের সাইড লাইনে প্রধানমন্ত্রী মাহাথির ভারতের নাগরিকত্ব আইনের তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে তিনি এনআরসির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন। মাহাথির বলেন, ‘ভারতীয়রা যখন কোন সমস্যা ছাড়াই গত ৭০ বছর যাবত একসঙ্গে বসবাস করে আসছে, তখন এই আইনের প্রয়োজনীয়তা কি। শুনেছি আইনটি পাস হওয়ার কারণে এখন মানুষ মারা যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি বর্তমান ভারতকে দেখে ভীষণ মর্মাহত। কেননা তারা সবসময় নিজেদের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র দাবি করে। এখন কিছু সংখ্যক মুসলিমকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করার জন্যই এমন পদক্ষেপ। আমরাও যদি এখানে একই পদক্ষেপ নেই, তাহলে কী হবে? অবশ্যই অনেক বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টি হবে। এতে সবাইকে ভুগতে হবে। যার জন্য একমাত্র দায়ী থাকবে সরকার।’ ৯ ডিসেম্বর ভারতের লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। ভারত অবশ্য মাহাথিরের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিত নাগরিকত্ব আইনকে দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে।
×