ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংক্ষিপ্ত খবর

প্রকাশিত: ০৯:৪২, ২২ ডিসেম্বর ২০১৯

সংক্ষিপ্ত খবর

হন্ডুরাসে কারা দাঙ্গায় নিহত ১৮ মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ১৮ কয়েদি নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর টেলার ওই কারাগারে প্রতিদ্বন্দ্বী দুটি গোষ্ঠীর মধ্যে প্রাণঘাতী এ দাঙ্গা হয়। সহিংসতা মোকাবেলায় দেশটির সরকার গত সপ্তাহেই কারা ব্যবস্থাপনায় জরুরী অবস্থা জারি করে সেগুলোর দায়িত্ব নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিয়েছিল। সামরিক বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, শুক্রবার দাঙ্গা বাধার আগ পর্যন্তও টেলার কারাগারটি আনুষ্ঠানিকভাবে তাদের হাতে হস্তান্তর করা হয়নি। -রয়টার্স থাইল্যান্ডের ইয়ালা প্রদেশ বন্যায় ক্ষতিগ্রস্ত থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিপাতের ফলে বেশ কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। বিশেষভাবে ইয়ালা প্রদেশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার চারটি জেলার ৫১টি গ্রাম বন্যাক্রান্ত হয়েছে। জেলাগুলো হচ্ছে- ইয়াহা, বানানগাস্তা, ক্রোং পিনাং এবং রামান। ইয়ালা প্রদেশের গবর্নর ছাইয়াসিত পানিচপং বৃহস্পতিবার বলেছেন যে, ‘স্থানীয় অফিসগুলো থেকে প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে যে, ১ হাজার ১শ’ ২০ বাড়ি থেকে ৫ হাজারেরও বেশি বাসিন্দা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ফার্মের বেশকিছু গবাদি পশু মারা গেছে অথবা নিখোঁজ রয়েছে।’ -এশিয়া নিউজ নেটওয়ার্ক বাবাকে ভিডিও কল দিয়ে আত্মহত্যা বাবাকে ভিডিও কল দিয়ে হোস্টেলের নয়তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ভারতের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। ওই ছাত্রের নাম সুজন সামন্ত। ১৯ বছরের সুজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র। প্রাথমিক তদন্তে জানা গেছে, সুজন বেশ কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। আসানসোলের বাসিন্দা সুজন গরফার প্রতাপগড়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন। সেখান থেকেই বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতেন। এ দিন সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ হঠাৎ ভারি কিছু পড়ার আওয়াজ পান কয়েকজন ছাত্রছাত্রী। -আনন্দবাজার পত্রিকা
×