ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইদলিব ছেড়েছে ১০ হাজার শরণার্থী

প্রকাশিত: ০৯:৪১, ২২ ডিসেম্বর ২০১৯

ইদলিব ছেড়েছে ১০ হাজার শরণার্থী

সিরিয়ার ইদলিব প্রদেশে বোমা হামলায় হাজার হাজার মানুষ পালিয়ে গেছে বলে জাতিসংঘ জানিয়েছে। ইদলিবে জঙ্গী গোষ্ঠী আল-কায়েদার সংযোগী সংগঠন হায়াত তাহরির আল শামের শক্ত ঘাঁটি রয়েছে। এখানে সিরীয় যুদ্ধে ক্ষতিগ্রস্ত অনেক বাস্তচ্যুত লোক আশ্রয় নিয়েছে। বোমা হামলার পর ইদলিবে মানবিক সঙ্কট দেখা দিয়েছে। খবর এএফপির। দামেস্কর আসাদ সরকার ইদলিবের নিয়ন্ত্রণ নিতে বদ্ধপরিকর। জাতিসংঘ সোমবার ওই অঞ্চলে শান্তি বজায় রাখার আহ্বান জানানোর পরও ইদলিব পরিস্থিতি শান্ত হয়নি। শুক্রবার একটি পর্যবেক্ষক সংস্থা জানায়, গত ২৪ ঘণ্টায় ইদলিবে উভয় পক্ষের অন্তত ৮০ জন মারা গেছে। আহত হয়েছে বহু মানুষ। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, জঙ্গী নিয়ন্ত্রিত ইদলিবের দক্ষিণাঞ্চলীয় মারেত আল নুমান শহরে ব্যাপক যুদ্ধ ছড়িয়ে পড়েছে। ওই অঞ্চলে যুদ্ধবিমান থেকে গোলা ছোড়া হচ্ছে। জাতিসংঘ ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ওসিএইচএ’ জানিয়েছে, গত সোমবার থেকে ইদলিবের দক্ষিণাঞ্চল থেকে হাজার হাজার বেসামরিক লোক পালিয়ে নিরাপদে আশ্রয় নিয়েছে। আরও বহু লোক পালানোর জন্য অপেক্ষা করছে। গত ১৬ ডিসেম্বর থেকে ইদলিবে বিমান হামলা শুরু হয়। ফলে ওই এলাকায় জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। ব্যক্তিগত গাড়ি নিয়ে লোকজন পালাতে পারছেন না। পালানোর রাস্তাঘাট অত্যন্ত বিপজ্জনক হয়ে গেছে। লোকজন ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে। ওসিএইচএ জানিয়েছে, গত কয়েক দিনে যেসব পরিবার পালিয়ে গেছে-তার মোট সদস্য সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
×