ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘একদিন ফ্রান্সের কোচ হবেন জিদান’

প্রকাশিত: ১০:০৪, ২১ ডিসেম্বর ২০১৯

 ‘একদিন ফ্রান্সের কোচ হবেন জিদান’

স্পোর্টস রিপোর্টার ॥ ভবিষ্যতে ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। বর্তমানে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে আছেন ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী তারকা। ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ের দেশম। ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে আছেন ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের কোচও ছিলেন দেশম। অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ী দেশমের বিশ্বাস, কোন একদিন ফ্রান্সের কোচ হবেন তার সাবেক সতীর্থ ও রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ জিদান। আপাতত কাতার বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের কোচ আছেন দেশম। ২০১২ সালে দলটির দায়িত্ব নেয়া ৫১ বছর বয়সী কোচ নিজেও এক সময়ের সতীর্থ জিদানকে দেখছেন ফ্রান্সের ভবিষ্যত কোচ হিসেবে। এ প্রসঙ্গে দেশম বলেন, ফ্রান্সের পরবর্তী কোচ হতে পারে জিদান। এমনও হতে পারে কালই সে কোচ হয়ে যেতে পারে। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর পর ২০২২ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বেড়েছে দেশমের। সাবেক মোনাকো, জুভেন্টাস ও মার্শেই কোচের হাত ধরেই ২০১৬ ইউরোর ফাইনালে খেলেছিল ফ্রান্স। সেবার অবশ্য পর্তুগালের কাছে হেরেছিল দল। ২০২০ ইউরোর মূলপর্বে এবার সেই পর্তুগালকে গ্রুপ সঙ্গী হিসেবে পেয়েছেন দেশম। রিয়াল মাদ্রিদকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতিয়ে ২০১৭-১৮ মৌসুম শেষে স্বেছায় সরে দাঁড়িয়েছিলেন জিদান। গত মার্চে দ্বিতীয় মেয়াদে দলটিতে আবারও ফিরেছেন। দুইজন কোচ পাল্টিয়েও যখন রিয়ালের টালমাটাল অবস্থা থামছিল না তখন আবারও তারা জিদানের দ্বারস্থ হন। যদিও এবার সেই জিদানের অধীনে লা লিগায় রিয়ালের শুরু হয়েছিল অম্ল-মধুর। আশানুরূপভাবে এগিয়ে যেতে পারছে না তারা। এরই মধ্যে বিলম্বে হলেও চলে আসে এল ক্লাসিকো। বার্সিলোনার মাঠে গিয়ে খেলতে হবে। কাতালুনিয়ার স্বাধীনতা সংগ্রামীদের পক্ষ থেকে হুমকি ছিল। তবুও রিয়াল মাদ্রিদ গিয়ে খেলে এসেছ বার্সিলোনার মাঠ ন্যুক্যাম্পে। তুমুল লড়াইয়ের পরও শেষ পর্যন্ত কেউ জিততে পারেনি। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। মজার বিষয় হলো, ন্যুক্যাম্পে কোচ হিসেবে হারের স্বাদ কেমন সেটা পাওয়া হয়নি জিনেদিন জিদানের। এখনও পর্যন্ত বার্সার মাঠে কোচ হিসেবে ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি মোট পাঁচবার। কিন্তু একবারও হারেননি। এর মধ্যে দুটিতে জিতেছেন এবং তিনটিতে ড্র করেছেন। করেছেন ৮ গোল এবং হজম করেছেন ৫ গোল।
×