ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহিন শাহকে সামলে শ্রীলঙ্কার চ্যালেঞ্জ

প্রকাশিত: ১০:০৩, ২১ ডিসেম্বর ২০১৯

 শাহিন শাহকে সামলে শ্রীলঙ্কার চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ করাচী টেস্ট শুরুর আগেও বোলিং নিয়ে হতাশা প্রকাশ করতে গিয়ে হঠাৎ অবসরে যাওয়া মোহাম্মদ আমির ও সাদা পোশাকের ক্রিকেটে ‘অনির্দিষ্ট’ বিরতিতে থাকা ওয়াহাব রিয়াজের কঠোর সমালোচনা করেন প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ উল হক। তরুণ যারা আসছেন প্রত্যাশা পূরণ করতে পারছেন না। ব্যতিক্রম কেবল শহিন শাহ আফ্রিদি। চমৎকার বল করছেন দীর্ঘদেহী বাঁহাতি পেসার। করাচী টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট তুলে নিয়েছেন ১৯ বছর বয়সী শাহিন শাহ। মোহাম্মদ আব্বাসের শিকার ৪। এক পর্যায়ে ১৪৭ রানে ৬ ও ১৮৪ রানে ৭ উইকেট হারানো শ্রীলঙ্কা তবু প্রথম ইনিংসে ২৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে। শুক্রবার দ্বিতীয়দিন শেষে কোন উইকেট না হারিয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৫৭। সবমিলিয়ে তারা এখনও পিছিয়ে ৩০ রানে। শান মাসুদ ২১ ও আবিদ আলি ৩২ রান নিয়ে ক্রিজে আছেন। প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় স্বাগতিকরা। সকালের কন্ডিশন কাজে লাগিয়ে পাকিস্তানকে ভাল শুরু এনে দিয়েছিলেন দুই পেসার আব্বাস ও শাহিন শাহ। দিনের তৃতীয় ওভারে নাইটওয়াচম্যান লাসিথ এম্বুলদেনিয়ার ক্যাচ ফেলেন বাবর আজম। তবে এ জন্য বেশি ভুগতে হয়নি। কিছুক্ষণ পরই আব্বাসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ১৩ রান করা এম্বুলদেনিয়া। দুই ওভার পর আগেরদিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান এ্যাঞ্জেলো ম্যাথুসকে ফেরান শাহিন শাহ। ৮০ রানে ৫ উইকেট হারানো সফরকারীরা প্রতিরোধ গড়ে ধনঞ্জয়া ডি সিলভা ও চান্দিমালের ব্যাটে। ২ রান করা ডি সিলভাকে ফিরিয়ে দিলে ৬৭ রানের জুটি ভাঙ্গেন আফ্রিদি। লাঞ্চের পর আব্বাস কিপার-ব্যাটসম্যান নিরোশান দিকওয়েলাকে বোল্ড করে দিলে ১৮৪ রানে ৭ উইকেট হারায় লঙ্কানরা। তবে অষ্টম উইকেটে দারুণ এক জুটিতে পাকিস্তানের হতাশা বাড়ান চান্দিমাল ও পেরেরা। ৫১ রানের জুটি ভাঙ্গে চান্দিমালের আউটে। সর্বোচ্চ ৭৪ রান করে হারিস সোহেলের বলে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান। এরপরও লড়াই চালিয়ে যান পেরেরা। বিশ্ব ফার্নান্দোকে নিয়ে নবম উইকেটে যোগ করেন মূল্যবান ৩৬ রান। দলকে এনে দেন ৮০ রানের লিড। পরপর দুই বলে পেরেরা ও লাহিরু কুমারাকে ফিরিয়ে লঙ্কান ইনিংস গুটিয়ে দেন আফ্রিদি। গেল বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে শাহিন শাহ’র টেস্ট অভিষেক হয়। অভিষেকের পর এ পর্যন্ত তিনি ৬টি টেস্ট খেলেছেন। এর আগে দুইবার চার উইকেট নিয়েছেন। কিন্তু পাঁচ উইকেটের দেখা পাননি। অভিষেকের এক বছরের মাথায় ঘরের মাঠে পেলেন প্রথম পাঁচ উইকেট। এরচেয়ে দারুণ আর কী হতে পারে? ভাল বোলিং করেছেন আব্বাসও। ১৭তম টেস্টে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ২৯ বছর বয়সী এ ডানহাতি মিডিয়াম পেসার। স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস- ১৯১/১০ (৫৯.৩ ওভার; আসাদ ৬৩, বাবর ৬০, আবিদ ৩৮; কুমারা ৪/৪৯, এম্বুলদেনিয়া ৪/৭১, বিশ্ব ২/৩১) ও দ্বিতীয় ইনিংস ৫৭/০ (১৪ ওভার; মাসুদ ২১*, আবিদ ৩২*) শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ২৭১/১০ (৮৫.৫ ওভার; করুনারতেœ ২৫, মেন্ডিস ১৩ ওশাদা ৪, কুসল ১৩, ম্যাথুস ১৩, এম্বুলদেনিয়া ১৩, চান্দিমাল ৭৪, ডি সিলভা ৩২, দিকওয়েলা ২১, পেরেরা ৪৮; শাহিন ৫/৭৭, আব্বাস ৪/৫৫)। ** দ্বিতীয়দিন শেষে
×