ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোল্ডেন ডাক ও ‘বিরল’ রেকর্ড!

প্রকাশিত: ১০:০৩, ২১ ডিসেম্বর ২০১৯

 গোল্ডেন ডাক ও ‘বিরল’ রেকর্ড!

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় টি২০ হারের পর অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, তাদের অনেক কিছু শেখার আছে। শেষ ম্যাচে দাপুটে জয়ে ২-১এ সিরিজ জিতে নিয়েছিল স্বাগতিকরা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই আবার বড় হার। মনে রাখতে হবে, বাংলাদেশের বিপক্ষে টি২০তে প্রতিষ্ঠিত পারফর্মারদের অনেকেই ছিলেন না, কিন্তু ভারত এই সিরিজটা খেলছে পূর্ণশক্তির দল নিয়ে। পরের ম্যাচে খেদ মিটিয়েছেন ভারতীয়রা। রোহিত শর্মা (১৪৯) ও লোকেশ রাহুলের (১০২) জোড়া সেঞ্চুরির সুবাদে ৩৮৭ রানের পাহাড়গড়ে জয় ১০৭ রানে। বিশাখাত্তমের ম্যাচটিতে কিন্তু দারুণ দুটি ঘটনাও ঘটেছে। যার একটি রেকর্ড, প্রথম ভারতীয় হিসেবে বল হাতে নিজের দ্বিতীয় আন্তর্জাতিক হ্যাটিট্রিক করেছেন স্পিনার কুদীপ যাদব। দ্বিতীয় ঘটনাটি ছিল বিরল, ওয়ানডে ইতিহাসে এই প্রথম দুই অধিনায়কই ‘গোল্ডেন ডাক’ মেরেছেন, অর্থাৎ প্রথম বলে শূন্য রানে আউট হয়েছেন বিরাট কোহলি ও কাইরন পোলাড। আন্তর্জাতিক ক্রিকেটে দুইবার হ্যাটিট্রিক করা প্রথম ভারতীয় বোলার কুলদীপ। বিশাখাপত্তমে নিজের অষ্টম ওভারের শেষ তিন বলে শাই হোপ (৭৮), জেসন হোল্ডা (১১) এবং আলজারি জোসেফকে (০) আউট করে ওয়ানডেতে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক পান এই চায়নাম্যান স্পিনার। এর আগে ২০১৭ সালে কলকাতার ইডেন গার্ডেনসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করে ওয়ানডে ক্রিকেটে পূর্বসূরি চেতন শর্মা, কপিল দেব ও মোহাম্মদ সামির সঙ্গে হ্যাটট্রিকের এলিট ক্লাবের সদস্য হয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরমেট মিলিয়ে ভারতের আর কোন বোলারেরই একটির বেশি হ্যাটট্রিক নেই। আর সর্বোপরি ওয়ানডে ইতিহাসে একাধিক হ্যাটট্রিক ক্লাবে আছেন লাসিথ মালিঙ্গা, পাকিস্তানের ওয়াসিম আকরাম, শ্রীলঙ্কার চামিন্দা ভাস, পাকিস্তানের সাকলাইন মুশতাক ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তাদের সঙ্গে যোগ দিলেন যাদব। আর ওয়ানডে ক্রিকেটে তিন-তিনটি হ্যাটট্রিক আছে কেবল মালিঙ্গার। এবার আসা যাক বিরল রেকর্ডে। চরম প্রতিদ্বন্দ্বিতার মধ্যদিয়ে চলছে ভারত ‘বনাম’ ওয়েস্ট ইন্ডিজের সংক্ষিপ্ত ফরমেটের দ্বৈরথ। তিন ওয়ানডের দুটি শেষে সিরিজ এখন ১-১এ চলমান। রবিবার কটকে ফয়সালার শেষ ম্যাচ। প্রথম ম্যাচে ক্যারিবীয়রা দাপটের সঙ্গে জিতলেও দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দেয় ভারতীয়রা। বিশাখাপত্তমে রান-বন্যার ম্যাচে সেদিন দু’দলের ব্যাটসম্যানরা মিলে মোট ৬৬৭ রান তোলেন। কিন্তু মুদ্রার ওপর পিঠও দেখা গেছে। দু’দলের অধিনায়কই ‘গোল্ডেন ডাক’ বা প্রথম বলেই সাজঘরে ফেরেন। স্বীকৃত আন্তর্জাতিক ওয়ানডের ৪৮ বছরে ক্রিকেটবিশ্ব এই প্রথম এমন ঘটনার সাক্ষী হয়। চলতি ২০১৯ সালে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি (০) কাইরন পোলার্ডের প্রথম বলেই শূন্য রানে বিদায় নেন। পরে এই ক্যারিবিয়ান দলনেতা পোলার্ডই (০) আবার নিজের ইনিংসে মোহাম্মদ শামির প্রথম বলে আউট হন। হাইস্কোরিং ম্যাচটিতে এদিন অবশ্য রোহিতও ছিলেন আলোচনায়। অবিশ্বাস্য ফর্মে থাকা ভারতীয় ওপেনার ২০১৯ সালে এ পর্যন্ত হাঁকিয়েছেন ৭টি সেঞ্চুরি, ক্যারিয়ারে ২৮। এক পঞ্জিকাবর্ষে দ্বিতীয় সর্বাধিক সেঞ্চুরিতে তিনি নাম লিখিয়েছেন সৌরভ গাঙ্গুলী ও ডেভিড ওয়ার্নারের পাশে। ৯টি সেঞ্চুরি নিয়ে তালিকায় সবার ওপরে শচীন টেন্ডুলকর। ১৯৯৮ সালে ওই কীর্তি গড়েছিলেন সাবেক ভারতীয় কিংবদন্তি। চলতি বছরে ‘হিটম্যান’-এর মোট ছক্কা ৭৭টি। নিজের রেকর্ড নিজেই ভেঙ্গেছেন। ২০১৭ সালে ৬৫টি ছক্কা মেরেছিলেন রোহিত।
×