ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নকল ফোনসেট জব্দ

মোতালেব প্লাজায় ৮ দোকান মালিককে জরিমানা

প্রকাশিত: ০৯:৫৩, ২১ ডিসেম্বর ২০১৯

 মোতালেব প্লাজায় ৮ দোকান মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাতিরপুল এলাকার মোতালেব প্লাজায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নকল ফোনসেট জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল ফোন বিক্রির অপরাধে একজনকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। ৮ দোকান মালিককে প্রায় ১২ লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে থেকে রাত ১১টা পর্যন্ত মোতালেব প্লাজায় বিভিন্ন মোবাইলের দোকানে অভিযান চালায় র‌্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত। এতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সহযোগিতা করে। এ সময় বিটিআরসির সহকারী পরিচালক কাজী মাইনুল হাসান ও র‌্যাব-৩ উপ অধিনায়ক মেজর রাহাত আমিন খান উপস্থিত ছিলেন। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোতালেব প্লাজায় অভিযান চালানো হয়। এ সময় নানা অনিয়মে জড়িত থাকায় ওই মার্কেটের আটটি দোকানের মালিককে প্রায় ১২ লাখ টাকা জরিমানা করা হয়। একজনকে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
×