ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হরিণ পরিবার উদ্ধার

প্রকাশিত: ০৯:৫১, ২১ ডিসেম্বর ২০১৯

 হরিণ পরিবার উদ্ধার

কানাডার এক আইস স্কেটার এখন ইন্টারনেটে হিরো। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি উদ্ধার করলেন এক হরিণ পরিবারকে। ঠান্ডায় জমে যাওয়া কানাডার অন্টারিওর একটি হ্রদ। জমে যাওয়া হ্রদ আর বরফাচ্ছাদিত ওই এলাকায় স্কেটিং করার জন্য যান রেয়ান পিটারসন নামে এক স্থানীয় যুবক। সেখানে গিয়ে দেখেন হ্রদের পাতলা বরফের ওপর বসে রয়েছে তিনটি হরিণ। আসলে বরফের আস্তরণ যতটা না পাতলা ছিল, হরিণগুলো উঠে দাঁড়ানো বা হাঁটার চেষ্টা করায় তাদের খুরের আঘাতে ওই জায়গায় আরও পাতলা হয়ে যায় বরফ। ফলে ওই জায়গায় কোন পূর্ণ বয়স্ক মানুষের ওজনের চাপে বরফের আস্তরণ ভেঙ্গেও যেতে পারত। কিন্তু সেই ঝুঁকি নিয়েই হরিণগুলোর কাছে পৌঁছে যান রেয়ান। গরু ও হরিণের মতো খুরওয়ালা প্রাণীরা জমে যাওয়া বরফের ওপর দিয়ে হাঁটতে পারে না। তাদের পা পিছলে যায়। ফলে এই তিনটি হরিণও হ্রদের বরফের ওপর বহু চেষ্টা করেও এগোতে পারেনি। একই জায়গায় বসে ছিল। হরিণগুলো সেখানে পৌঁছালো কিভাবে তা জানা যায়নি। রেয়ান হ্রদের কাছে গিয়ে হরিণগুলোকে দেখে পরিস্থিতি বুঝতে পারেন। হরিণগুলোকে উদ্ধার করে আনাও সহজ ছিল না। রেয়ান তার সঙ্গে থাকা ট্রেকিংয়ের একটি দড়ি নিয়ে হরিণগুলোর কাছে পৌঁছে যান। প্রথমে একটি হরিণের গলায় দড়িটি কোনভাবে পরিয়ে দেন। তারপর স্কেটিং করতে করতে হরিণটিকে বরফের ওপর দিয়ে টানতে টানতে নিয়ে যান হ্রদের ধারে। পরে তাকে ছেড়ে দেন। আবার ফিরে যান বাকি দুটি হরিণের কাছে। এবার আলাদা আলাদা না করে, দুটি হরিণকে একই দড়িতে বেঁধে টেনে নিয়ে যান অন্যটির কাছে। আগের হরিণটি তখনও সেখানেই বসেছিল। কারণ তার চারটি পা তখনও হ্রদের জমে যাওয়া বরফের ওপরেই ছিল। ফলে সে কিছুতেই সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। এবার রেয়ান একটি গাছের ডাল দিয়ে তাদের ঠেলতে থাকেন। হরিণগুলোকে এগিয়ে যেতে সাহায্য করেন। পেছনে একটা সাপোর্ট পেয়ে হরিণগুলো কোন রকমে হ্রদের বাইরে চলে যায়। -ইন্ডিয়া টাইমস
×