ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছায়ানটের শুদ্ধসঙ্গীত উৎসবের সমাপ্তি

প্রকাশিত: ০৯:৪৯, ২১ ডিসেম্বর ২০১৯

  ছায়ানটের শুদ্ধসঙ্গীত  উৎসবের  সমাপ্তি

স্টাফ রিপোর্টার ॥ ছায়ানটের শুদ্ধসঙ্গীত উৎসবের সমাপনী দিন ছিল শুক্রবার। এদিন সন্ধ্যা থেকে রাতভর চলেছে সঙ্গীতাসর। সরোদের মিষ্টি সুরে শ্রোতার হৃদয় রাঙিয়েছেন রাজরূপা চৌধুরী। কণ্ঠসঙ্গীতে ভাল লাগার অনুভব ছড়িয়েছেন খায়রুল আনাম শাকিল ও অসিত দের মতো শিল্পীরা। অনন্য রোজারিওর তবলার বোলের মুখরিত হয়েছে উৎসব। এভাবেই কণ্ঠ ও যন্ত্রসঙ্গীতের সম্মিলনে সন্ধ্যা থেকে ভোররাত অবধি কেটে গেছে শ্রোতার সুসময়। শেষদিনে একইসঙ্গে উপস্থাপিত হয়েছে ওস্তাদ ও প্রতিভাবান নবীন শিল্পীদের পরিবেশনা। উচ্চাঙ্গসঙ্গীত হচ্ছে সকল সঙ্গীতের প্রাণ। শাস্ত্রীয় সঙ্গীতের ভিত্তি মজবুত না হলে কোন শিল্পীই প্রকৃত শিল্পী হয়ে উঠতে পারেন না। সুরের প্রতি সমর্পিত সেসব শিল্পীদের পরিবেশনার আকর্ষণে পরিপূর্ণ ছিল উৎসব আঙিনা ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তন। উৎসবের সমাপনী সন্ধ্যাটি শুরু হয় অসিত দে’র পরিচালনায় ছায়ানটের শিল্পীদের বৃন্দ রাগসঙ্গীত পরিবেশনার আশ্রয়ে। এক সুরে মিলে যায় অনেকগুলো কণ্ঠ। সম্মেলক কণ্ঠে পরিবেশিত হয় রাগ অষ্টপ্রহর। কণ্ঠসঙ্গীতের সুরমূর্ছনা থামতেই বেজে ওঠে তবলার বোল। গৌতম সরকারের পরিচালনায় তবলায় বৃন্দ পরিবেশনা উপস্থাপন করেন ছায়ানটের শিল্পীদল। পরিবেশনা। রাগ মুলতানি শোনান পরাগ প্রতীম চক্রবর্তী। জনপ্রিয় সরোদশিল্পী রাজরূপা চৌধুরীর পরিবেশনাটি ছিল দারুণ উপভোগ্য। সরোদের সুরে ছড়িয়ে দেন মুগ্ধতা। এরপর কণ্ঠসঙ্গীত নিয়ে মঞ্চে আসেন সুপ্তিক ম-ল। উপস্থাপন করেন রাগ মধুবন্তী। রাগ পুরিয়া ধানেশ্রীর আশ্রয়ে কণ্ঠসঙ্গীত পরিবেশন করেন মিনহাজুল হাসান ইমন। সেতারের সুরে যন্ত্রসঙ্গীতে আপন পরিবেশনাটি উপস্থাপন এবাদুল হক সৈকত। তবলার বাদন শুনিয়েছেন অনন্য রোজারিও। কণ্ঠসঙ্গীতের আশ্রয়ে শ্রোতার অন্তরে সুখানুভূতি ছড়িয়েছেন খায়রুল আনাম শাকিল। বিজন চন্দ্র মিস্ত্রী পরিবেশন করেন রাগ পুরিয়া কল্যাণ। শ্রাবন্তী ধর শোনান রাগ কেদার। রাগ যোগের আশ্রয়ে কণ্ঠসঙ্গীত পরিবেশন করেন মোঃ আলাউদ্দিন মিয়া। দ্বৈতকণ্ঠে টিংকু শীল ও অভিজিৎ কুন্ডুর রাগ ঝিঁঝিট মুগ্ধ করে শ্রোতাদের। এরপর ছিল শেখর মন্ডল ও রেজোয়ান আলীর পরিবেশনা। মধ্যরাতে সর্বশেষ পরিবেশনা উপস্থাপন করেন অসিত দে। এই পরিবেশনার মাধ্যমে শেষ হয় ছায়ানট আয়োজিত দু’দিনের শুদ্ধসঙ্গীত উৎসব।
×