ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেষ আটে বাংলাদেশের চার শাটলার

প্রকাশিত: ০৯:৪১, ২০ ডিসেম্বর ২০১৯

 শেষ আটে বাংলাদেশের চার শাটলার

স্পোর্টস রিপোর্টার ॥ ইউনেক্স-সানরাইজ জুনিয়র ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশের চার শাটলার। এরা হলেন- গৌরব সিংহ, মঙ্গল সিংহ, উর্মি আক্তার ও নাসিমা খাতুন। প্রথম দু’জন দ্বৈতে এবং পরের দু’জন এককে স্বদেশীদের হারিয়ে শেষ আটে জায়গা করে নেন। বৃহস্পতিবার পল্টনের শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ দ্বৈতে গৌরব ও মঙ্গল জুটি ২-০ সেটে জয় ও লোকমান জুটিকে, নারী এককে উর্মি আক্তার ২-০ সেটে লিকা পোদ্দারকে এবং নাসিমা ২-০ সেটে জেরিন আহমেদকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন। কাল ২২টি খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি ম্যাচই ছিল কোয়ার্টারে ওঠার লড়াই। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল মালেক কেয়ার্টার ফাইনালের ম্যাচ শেষে বলেন, ‘জুনিয়র এই টুর্নামেন্ট থেকে দু’জন করে সেরা কিশোর ও কিশোরী শাটলারদের বাছাই করে দীর্ঘমেয়াদী অনুশীলন করান হবে।’ তবে অন্য ইভেন্টে বিদেশীদের আধিপত্যই ছিল বেশি।
×