ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিয়ালকে রুখে দিয়ে স্বস্তি বার্সিলোনার

প্রকাশিত: ০৯:৩৯, ২০ ডিসেম্বর ২০১৯

রিয়ালকে রুখে দিয়ে স্বস্তি বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ঘিরে মাঠ ও মাঠের বাইরে ছিল সমান উত্তেজনা। অনুমিতভাবেই ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বাইরে কাতালান স্বাধীনতাকামীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আর নুক্যাম্প স্টেডিয়ামে মেজাজি লড়াই করেছেন রামোস-ভারানে এবং মেসি-সুয়ারেজরা। টানটান উত্তেজনা আর উত্তাপে ঠাসা ম্যাচটিতে একাধিক সহজ গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি অতিথি গ্যালাক্টিকোরা। আর তাই বুধবার রাতে হওয়া স্প্যানিশ লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ম্যাচের চালচিত্রের বিচারে ড্র করেই সন্তুষ্টি প্রকাশ করেছে কাতালানরা। আর দুর্দান্ত খেলা রিয়াল হাতের মুঠোয় থাকা জয় না পেয়ে করছে হা পিত্যেশ। দলটির ওয়েবসাইটে ম্যাচ শেষে দাবি করা হয়েছে, অন্তত রিয়ালকে দু’টি পেনাল্টি বঞ্চিত করেছেন রেফারি। এর ফলে ২০০২ সালের পর এই প্রথম বার্সিলোনা-রিয়ালের লড়াইয়ে কোন গোল হয়নি। এর আগে ২০০২ সালে সর্বশেষ এল ক্লাসিকোর ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। গত ৩০ বছরে এটা মাত্র দ্বিতীয় গোলশূন্য ড্রয়ের ঘটনা। হার এড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে রেকর্ড টানা সাত ম্যাচ অপরাজিত থাকল কাতালানরা। পেপ গার্ডিওলা কোচ থাকাকালীনও এই কীর্তি গড়েছিল বার্সা। মর্যাদার ম্যাচে পূর্ণশক্তির দলই পেয়েছিলেন বার্সিলোনা কোচ আর্নেস্টো ভালভার্ডে। আরেক দিকে দলের একটা অংশকে হাসপাতালে ভর্তি করিয়ে ন্যুক্যাম্পে এসেছিলেন রিয়াল কোচ জিনেদিন জিদান। দলে ছিল না ইডেন হ্যাজার্ড থেকে শুরু করে মার্সেলোর মতো অভিজ্ঞ তারকা। শক্তি যেমনই হোক, রণকৌশলই যে আসল সেটাই প্রমাণ করেছেন জিজু। তাতেই মার খেয়ে গেছেন ভালভার্ডে। স্কোয়াডের কাহিল অবস্থা বুঝে ৪-৩-৩ ফর্মেশন থেকে বেরিয়ে এসে ৪-৪-২ ফরমেটে দল সাজান রিয়াল বস। সামনে রাখেন করিম বেনজেমা ও গ্যারেথ বেলকে। রক্ষণে সার্বক্ষণিক তিনজনকে রেখে মাঝমাঠের দখল দিলেন চার মিডফিল্ডারকে। এই চারজন বার্সার মাঝমাঠকে গোছানোর সুযোগই দেননি। পাশাপাশি লেফটব্যাক থেকে ফার্লান মন্ডির দারুণ সঙ্গ মার্সেলোর অভাবটা বুঝতেই দেয়নি। জিদানের এই কৌশলের বিপরীতে ভালভার্ডেকে তেমন কার্যকরী মনে হয়নি। তিনি মাঠেই নামাননি অভিজ্ঞ সার্জি বসকুয়েটসকে। যে কারণে প্রথমার্ধে রিয়ালের আক্রমণ সামলাতেই ত্রাহি অবস্থা হয় বর্তমান চ্যাম্পিয়নদের। কিন্তু রেফারির দৃষ্টিকটু বাঁশি ও গোল মিস করে জয় হাতছাড়া করেছে সফরকারী রিয়াল। আর তাই ম্যাচটি ড্র করেই যেন সন্তুষ্ট বার্সা। গত অক্টোবরে ম্যাচটি হওয়ার কথা থাকলেও কাতালান স্বাধীনতাকামীদের আন্দোলনের কারণে হয়নি। ম্যাচের নতুন সময়সূচী যখন নির্ধারণ করা হয় তখনও রাজনৈতিক অস্থিরতার বিষয়টি সামনে চলে এসেছিল। সবমিলিয়ে শেষ পর্যন্ত ম্যাচটি ভালভাবেই শেষ হয়েছে। এতে সন্তুষ্টি জানিয়েছে স্প্যানিশ ফেডারেশন। ম্যাচ চলাকালীন মাঠের বাইরে ব্যাপক সংঘর্ষ চললেও ক্যাম্প ন্যুর ভিতরে ম্যাচটি নিরবচ্ছিন্নভাবেই শেষ হয়েছে। পুরো ম্যাচে রিয়ালের কাউন্টার এ্যাটাক সামাল দিতেই ব্যস্ত ছিল বার্সার রক্ষণভাগ। স্বাগতিক গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানের দুর্দান্ত নৈপুণ্যও স্বাগতিকদের হার এড়ানোর অন্যতম বড় কারণ। ম্যাচ শেষে বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডে বলেন, এমনিতেই এল ক্লাসিকো ঘিরে বাড়তি টেনশন থাকে। তার ওপর মাঠের বাইরের ঘটনা কিছুটা হলে তো প্রভাব ফেলেছেই। এরপরও আমরা স্বাভাবিক খেলা উপহার দেয়ার চেষ্টা করেছি। ম্যাচটি ড্র করতে পারা আমাদের জন্য স্বস্তির।
×