ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করাচী টেস্টে প্রথমদিন বোলারদের দাপট

প্রকাশিত: ০৯:৩৮, ২০ ডিসেম্বর ২০১৯

  করাচী টেস্টে প্রথমদিন বোলারদের দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ রাওয়ালপিন্ডি তে সিরিজের প্রথম টেস্ট বৃষ্টির দাপটে ড্র হয়েছে। তবে যতটুকু খেলা হয়েছে, ব্যটসম্যানরা দাপট দেখিয়েছেন। করাচীতে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট মাঠে গড়িয়েছে বৃহস্পতিবার। প্রথমদিনেই সেখানে দাপট দেখিয়েছেন বোলাররা। আগে ব্যাট করতে নেমে স্বাগতিক পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৯১ রানে। জবাব দিতে নেমে দিনশেষে ৬৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে অস্বস্তিতে আছে সফরকারী শ্রীলঙ্কা। এখনও তারা পিছিয়ে ১২৭ রানে। করাচীতে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে পাকরা। কিন্তু দলীয় ১০ রানেই ওপেনার শান মাসুদ (৫) ও অধিনায়ক আজহার আলী (০) সাজঘরে ফিরে যান। রাওয়ালপি-িতে অভিষেকে শতক হাঁকানো আরেক ওপেনার আবিদ আলী অবশ্য বেশ ভালই খেলছিলেন। কিন্তু তিনিও তৃতীয় উইকেটে বাবর আজমের সঙ্গে ৫৫ রানের জুটি গড়ে সাজঘরে ফিরে যান। আবিদ ৬৬ বলে ৭ চার, ১ ছক্কায় ৩৮ রান করেছিলেন। চতুর্থ উইকেটে দারুণ প্রতিরোধ গড়েন বাবর ও আসাদ শফিক। গড়ে তোলেন ৬২ রানের জুটি। কিন্তু ৯৬ বলে ৮ চার, ১ ছক্কায় ৬০ রান করা বাবরকে সাজঘরে ফিরিয়ে আবার লঙ্কানদের ব্রেক থ্রু এনে দেন বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া। এরপর আসাদ ছাড়া আর কোন পাক ব্যাটসম্যান ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি। লাহিরু কুমারার পেস ও এম্বুলদেনিয়ার স্পিন আক্রমণে ধরাশায়ী হয় পাক ব্যাটসম্যানরা। ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৯১ রানে। একা লড়াই করে আসাদও ১২৬ বলে ৬ চারে ৬৩ রান করার পর কুমারার শিকার হন। কুমারা ও এম্বুলদেনিয়া ৪টি করে এবং বিশ্ব ফার্নান্দো ২টি উইকেট নেন। পাকিস্তানকে মাত্র ১৯১ রানে গুটিয়ে দেয়ার পর দিনের শেষভাগে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। কিন্তু প্রথম থেকেই তারা শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আব্বাসের পেস তোপে বিপর্যস্ত হয়ে পড়ে। সতর্ক শুরুর পরও ওপেনার ওশাদা ফার্নান্দো (৪) দলীয় ২৮ রানে সাজঘরে ফেরেন শাহীনের পেস আক্রমণে। অধিনায়ক দিমুথ করুনারতেœও বেশিদূর যেতে পারেননি। ৪২ বলে ৪ চারে ২৫ রান করার পর আব্বাসের বলে ইনসাইড এজে বোল্ড হয়ে যান তিনি। একেবারে দিনের শেষ সময়ে কুশল মেন্ডিসও (১৩) আব্বাসের শিকার হন। ফলে ৩ উইকেটে ৬৪ রানে দিনশেষ করে লঙ্কানরা। ব্যাট করছেন অভিজ্ঞ এ্যাঞ্জেলো ম্যাথুস ৮ ও নাইটওয়াচম্যান হিসেবে নামা এম্বুলদেনিয়া ৩ রানে। ১২৭ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। আব্বাস দু’টি ও শাহীন ১টি উইকেট নিয়েছেন। স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস- ১৯১/১০; ৫৯.৩ ওভার (আসাদ ৬৩, বাবর ৬০, আবিদ ৩৮; কুমারা ৪/৪৯, এম্বুলদেনিয়া ৪/৭১, বিশ্ব ২/৩১)। শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ৬৪/৩; ১৯ ওভার (করুনারত্নে ২৫, মেন্ডিস ১৩, ম্যাথুস ৮*; আব্বাস ২/২১, শাহীন ১/১৮)। *প্রথমদিন শেষে।
×