ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টেস্টের জন্য আলোচনা চালিয়ে যাবে পিসিবি

পাকিস্তান সফরে শুধু টি২০ খেলতে চায় বিসিবি

প্রকাশিত: ০৯:৩৭, ২০ ডিসেম্বর ২০১৯

  পাকিস্তান সফরে শুধু টি২০ খেলতে  চায় বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী জানুয়ারির শেষভাগে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। আইসিসির ভবিষ্যত সফর পরিকল্পনায় (এফটিপি) এই সিরিজে ৩ টি২০ ও ২ টেস্ট রয়েছে দু’দলের মধ্যে। তবে পাকিস্তানে নিরাপত্তা সংক্রান্ত অস্থিরতার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন পর্যন্ত এ সফর বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানাল এই সফরে বাংলাদেশ দল শুধু ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলতে চাইছে। আর ২ টেস্টের সিরিজ বিসিবি নিরপেক্ষ কোন ভেন্যুতে আয়োজনের আহ্বান জানিয়েছে। কিন্তু পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়াসিম খান জানিয়েছেন নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলার কোন সুযোগ নেই আপাতত। এ কারণে বিসিবিকে পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজও খেলার জন্য রাজি করতে বিসিবির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। কয়েকদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আসন্ন পাকিস্তান সফর নিয়ে ইতিবাচক মনোভাব জানিয়েছেন। সরকারী নিরাপত্তা দলের সবুজ সঙ্কেত পেয়ে গেলেই পাক সফরে যাওয়া হবে বলেও জানান তিনি। তবে বেশ আগে থেকেই গুঞ্জন ছিল এই সফরে বিসিবি শুধু টি২০ সিরিজ খেলতে চাইছে এবং টেস্ট সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে। বিষয়টি নিয়ে তখন থেকেই পিসিবি তাদের অবস্থান জানিয়েছে। তারা দৃঢ়ভাবেই জানিয়ে দিয়েছে যে অন্য কোন ভেন্যুতে ঘরোয়া সিরিজ আপাতত আয়োজনে উৎসাহী নয় পিসিবি। তাছাড়া এই মুহূর্তে পূর্ণশক্তির শ্রীলঙ্কা ক্রিকেট দল ২ টেস্টের সিরিজ খেলছে পাকিস্তানের মাটিতেই। গত ১০ বছরে এই প্রথম সেখানে কোন টেস্ট সিরিজ হচ্ছে। রাওয়ালপিন্ডি টেস্ট নির্বিঘেœ শেষ হয়েছে এবং বৃহস্পতিবার করাচীতে দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে। মাত্র দেড় মাস আগেই পাকিস্তানে গিয়ে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলে ফিরেছে লঙ্কানরা। তারা সেই সময় নিয়মিত ১০ জন খেলোয়াড়কে না পেলেও এবার টেস্ট সিরিজে সবাইকে পেয়েছে পাক সফরে। তাছাড়া দুই মাস আগে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ও অনুর্ধ-১৬ দলও পাকিস্তান সফরে গিয়ে সিরিজ খেলে এসেছে। সবমিলিয়ে তাই এবার ঘরের মাটিতেই বাংলাদেশ দলের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বদ্ধপরিকর পিসিবি। কিন্তু বিসিবি শুধু ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলার প্রস্তাবটাই দিয়ে রেখেছে। এ বিষয়ে পিসিবির সিইও ওয়াসিম বলেন, ‘বিসিবির সঙ্গে আমাদের কয়েক দফা আলোচনা হয়েছে এবং তারা পাকিস্তানে ৩ টি২০ ম্যাচের সিরিজ খুশিমনেই খেলতে রাজি। কিন্তু তারা কিছুটা অনাগ্রহী দুই টেস্টের সিরিজে। কিন্তু আমি ফিরতি চিঠিতে বেশ জোরের সঙ্গেই তাদের জবাব দিয়ে কারণটা জানতে চেয়েছি। আইসিসির অনুমোদিত আমাদের দারুণ নিরাপত্তা পরিকল্পনা রয়েছে এবং সেটা এখনও সবাই দেখতে পাচ্ছে। শ্রীলঙ্কা তাদের সিরিজ এখানে খেলছে এবং সবকিছুই খুব নিরাপদে হচ্ছে সার্বিক নিরাপত্তা আয়োজনের মধ্যে। সে কারণে আমরা বাংলাদেশের কাছে প্রশ্ন করেছি কি এমন কারণ রয়েছে যার জন্য তারা আসতে চাইছে না। এখনও সবকিছু (আলোচনা) শেষ হয়ে যায়নি এবং এটা প্রমাণ করে না যে তারা আসবে না। তারা শুধু ৩ টি২০ নিয়ে কথা বলছে, কিন্তু আমাদের জন্য অন্য দেশে টেস্ট খেলার কোনই সুযোগ নেই।’ গত অক্টোবরে বাংলাদেশের নিরাপত্তা প্রতিনিধিদল ঘুরে এসেছে পাকিস্তান। তাদের রিপোর্টের ভিত্তিতে অক্টোবর-নবেম্বরে বাংলাদেশের মেয়েরা তিনটি টি২০ ও দুটি ওয়ানডে খেলেছে সেখানে। একই সময়ে পাকিস্তানে খেলে এসেছে অনুর্ধ-১৬ দলও। তবে সেখানে বাংলাদেশ দলের দুটি টেস্ট খেলা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। ছেলেদের জাতীয় দলকে পাঠানোর বিষয়টি ঝুলে আছে সরকারের সবুজ সঙ্কেতের অপেক্ষায়। ২০২০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ৩ টি২০ ম্যাচের পাশাপাশি ২টি টেস্ট খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশ দলের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সফর। পাকিস্তান আগেই জানিয়েছে, তারা আর হোম টেস্ট খেলবে না দেশের বাইরে। এখন বিসিবির দাবির মুখে পিসিবি সিইও তাই বলছেন, ‘আইসিসি আমাদের নিরাপত্তা পরিকল্পনা ও আয়োজনে সন্তুষ্ট। আমরা বিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলাপ চালিয়ে যাব এবং আশা করছি সমস্যার সমাধান করতে পারব।’
×