ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেয়ার্নের নাটকীয় জয়

প্রকাশিত: ০৯:৩৭, ২০ ডিসেম্বর ২০১৯

  বেয়ার্নের নাটকীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান বুন্দেসলিগায় নাটকীয় জয় পেয়েছে বেয়ার্ন মিউনিখ। বুধবার টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা ৩-১ গোলে হারিয়েছে ফ্রেইবার্গকে। সেইসঙ্গে পয়েন্ট টেবিলেও অগ্রগতি হয়েছে জার্মান জায়ান্টদের। এই জয়ের ফলে বুন্দেসলিগার তৃতীয় স্থানে উঠে এসেছে বেয়ার্ন মিউনিখ। ফলাফল দেখে মনে হবে খুব সহজেই ফ্রেইবার্গকে হারিয়েছে বেয়ার্ন মিউনিখ। কিন্তু ম্যাচের গল্পটা একেবারেই ব্যতিক্রম। কেননা নির্ধারিত ৯০ মিনিট শেষে ফলাফল ছিল ১-১ সমতায়। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল স্বাগতিক ফ্রেইবার্গের সমর্থকরা। কিন্তু ম্যাচের রোমাঞ্চ যেন তখনও বেশ বাকি। অতিরিক্ত সময়ে তিন মিনিটের ব্যবধানে ফ্রেইবার্গের জালে দুইবার বল জড়ায় বেয়ার্ন মিউনিখ। আর তাতেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। ফ্রেইবার্গের মাঠে এদিন ম্যাচ শুরুর ১৬ মিনিটেই প্রথম এগিয়ে যায় বেয়ার্ন মিউনিখ। রবার্ট লেভানডোস্কির গোলে উচ্ছ্বাসের জোয়ারে ভাসে সফরকারী সমর্থকরা। তবে ৫৮ মিনিটে ভিনসেঞ্জো গ্রিফো গোল করলে ম্যাচে ফিরে স্বাগতিক ফ্রেইবার্গ। এরপর দাপটের সঙ্গে খেলে নির্ধারিত ৯০ মিনিট ড্রয়ে শেষ করে তারা। কিন্তু অতিরিক্ত সময়ে নাটকীয়ভাবে গোল দুটি করেন জোশুয়া জির্কজি এবং সার্জে জেনব্রি। এই জয়ের ফলে ১৬ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের তিন নম্বরে উঠে এসেছে পাঁচে থেকে ফ্রেইবার্গের বিপক্ষে খেলা শুরু করা বেয়ার্ন মিউনিখ। টেবিলের শীর্ষে যথারীতি লিপজিগ।
×