ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাঠের বাইরে রিয়াদ

প্রকাশিত: ০৯:৩৭, ২০ ডিসেম্বর ২০১৯

 মাঠের বাইরে রিয়াদ

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যদিও শুরুটাই নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়াই করতে হয়েছিল। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে দুই ম্যাচ পর ফিরে ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিটের কাছ থেকে নেতৃত্ব বুঝে নিয়েছিলেন তিনি। কিন্তু ৩ ম্যাচ খেলতেই পুরনো সেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। ৩ দিন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপর প্রয়োজনে এমআরআই করানো হবে বলে দলের ম্যানেজার ফাহিম মুনতাসির সুমিত জানিয়েছেন। অর্থাৎ চলমান চট্টগ্রাম পর্বে আর খেলতে দেখা যাবে না মাহমুদুল্লাহকে। তার পরিবর্তে কে নেতৃত্ব দেবেন সেটাও জানানো হয়নি। তবে রিয়াদের অনুপস্থিতি পূরণের জন্য নতুন করে এক বিদেশীকে পেয়েছে চট্টগ্রাম। ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেটকে দলে ভিড়িয়েছে তারা। দলের অফিসিয়াল ফেসবুক পেজে তা নিশ্চিত করা হয়েছে। চলতি বঙ্গবন্ধু বিপিএলের প্রথম দুই ম্যাচ ক্যারিবীয় অলরাউন্ডার এমরিটের নেতৃত্বে খেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। একটি করে জয়-পরাজয় দেখে তারা। এরপর রিয়াদ ইনজুরি কাটিয়ে মাঠে নামেন দলের তৃতীয় ম্যাচ থেকেই। নেতৃত্ব যেমন-তেমন, ব্যক্তিগত পারফর্মেন্সে একেবারেই মেলে ধরতে পারেননি এমরিট। তিনি একাদশ থেকেই ছিটকে যান। রিয়াদের নেতৃত্বে টানা ৩ জয়ে উড়ছিল চট্টগ্রাম। রিয়াদও বেশ ছন্দে ছিলেন ব্যাটে-বলে। কিন্তু সর্বশেষ ম্যাচে বুধবার ঢাকা প্লাটুনের বিপক্ষে আবারও ব্যাটিং করতে নেমে হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার। ক্রিজে নামার পর ৩ বল খেলতেই চোটে পড়েন মাহমুদুল্লাহ। দৌড়ে রান নিতে কষ্ট হচ্ছিল খুব। তবে চার-ছক্কায় ঠিকই ছড়ান মুগ্ধতা। তার ২৮ বলে ৫৯ রানের ইনিংসে বঙ্গবন্ধু বিপিএলে প্রথমবার দেখা মেলে দুই শ’ রানের (২২১/৪) দলীয় সংগ্রহ। পরে ব্যথা অনুভব করায় চট্টগ্রাম অধিনায়ক নামতে পারেননি ফিল্ডিংয়ে। দৌড়ে দ্বিতীয় রান নেয়ার সময় আগের চোটের জায়গাতেই (বাঁ-উরুতে) চোট পান রিয়াদ। খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নিতে হয়েছে। গত মাসে ভারত সফরে কলকাতায় দিবারাত্রির টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় মাঠ ছেড়ে এসেছিলেন রিয়াদ। সেই ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে পারেননি। দেশে ফিরে টানা ৭ দিন বিশ্রামে থেকে অনুশীলন শুরু করলেও মাঠের ক্রিকেটে ফিরতে হয়েছে দুই ম্যাচ পর। এখন আবার সেই হ্যামস্ট্রিংয়েরই টান। আজ ও শনিবার চলমান আসরের চট্টগ্রাম পর্বে দুই ম্যাচ আছে চ্যালেঞ্জার্সের। এ ম্যাচ দুটোয় খেলার কোন সম্ভাবনাই নেই রিয়াদের। কারণ এ বিষয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যানেজার ফাহিম মুনতাসির বলেছেন, ‘সামনের ৩ দিন ফিজিও‘র পর্যবেক্ষণে থাকবেন মাহমুদুল্লাহ। প্রয়োজন হলে এমআরআই করান হবে। ফিজিওরা সিদ্ধান্ত নেবেন সে ব্যাপারে। স্বস্তির খবর হলো, কোন ধরনের ব্যথা অনুভব করছেন না তিনি। আপাতত পূর্ণ বিশ্রাম দেয়া হয়েছে তাকে।’
×