ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চমৎকার খেলে সাইফকে রুখে দিল রহমতগঞ্জ

প্রকাশিত: ০৯:৩৬, ২০ ডিসেম্বর ২০১৯

 চমৎকার খেলে সাইফকে রুখে দিল রহমতগঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ গত ফেডারেশন কাপ ফুটবলে দল দুটি ছিল দুই ভিন্ন গ্রুপে। কারোর সঙ্গে কারোর সাক্ষাত হয়নি। দুই দলের দুই রকম ফল ছিল ওই আসরে। ‘এ’ গ্রুপে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি পয়েন্টের খাতা না খুলে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল রিক্ত হস্তে। আর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। ফেডারেশন কাপের চলমান আসরে এই দুই দলই পড়েছে ‘সি’ গ্রুপে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল উভয় দল। খেলায় কেউ জেতেনি, আবার হারেওনি। আবার কেউ গোলও করেনি। অর্থাৎ গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। বলা যায় আন্ডারডগ রহমতগঞ্জকেই বরং জয়বঞ্চিত করেছে সাইফ। ম্যাচশেষে সাইফের মালদ্বীপের কোচ মোজাম্মদ নিজাম বলেন, ‘স্কোর বলছে আমরা ভাল খেলতে পারিনি। প্রথম ম্যাচে রেজাল্ট ভাল হয়নি। প্রতিপক্ষ যা খেলছে তাতে করে তাদের খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে। তবে তাদের ছোট করে দেখার কিছু নেই। আমাদের ফিনিশিংয়ে দুর্বলতা ছিল। তবে এখনই আশা শেষ হয়ে যায়নি আমাদের। এই আসরে অংশ নেয়ার আগে দলকে অনুশীলন করাতে মাত্র চারটি সেশন পেয়েছি।’ রহমতগঞ্জের কোচ সৈয়দ গোলাম জিলানী বলেন, ‘আমরা ড্র করে খুশি। জিততে পারতাম। তিন গোল পেতে পারতাম। ভাগ্য সহায় না হওয়াতে গোল পাইনি। পরের ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে যেতে পারব।’ বৃহস্পতিবারের ম্যাচে দু’দল প্রথমার্ধে সমানতালে খেলে। সাইফ ফেবারিট হলেও রহমতগঞ্জও পিছিয়ে ছিল না মাঠের খেলায়। আক্রমণ সামলে সুযোগ পেলেই প্রতি আক্রমণ করে সাইফের রক্ষণভাগে বারবারই ত্রাসের সঞ্চার করেছে তারা। তবে সাইফের গোলরক্ষক পাপ্পু হোসেন এবং তাদের ডিফেন্ডারদের দক্ষতায় লিড নিতে পারেনি রহমতগঞ্জ। গোল করার সুযোগ এসেছিল সাইফের সামনেও। ম্যাচের ১৪ মিনিটে বাঁপ্রান্ত থেকে আরিফুর রহমানের মাইনাস পান সাইফের জাহাঙ্গীর এরগাসেব। অনেকটা ফাঁকায় পেয়েও তিনি যে শট নেন তা পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ৫৮ মিনিটে সুয়েল মিয়ার ডান পায়ের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন সাইফের গোলরক্ষক পাপ্পু। ৬৫ মিনিটে ডি-বক্স থেকে মমদৌ বাওয়ের ডান পায়ের শট পোস্টে লেগে ফিরে এলে গোলবঞ্চিত হয় পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জ। ৮৬ মিনিটে আবারও সাইফের ত্রাতা পাপ্পু। এবারও বাওয়ের তীব্রগতির শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনি। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে ৩টায় প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ উত্তর বারিধারা ক্লাব। এরপর সন্ধ্যা সোয়া ৬টায বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এবারের ফেডারেশন কাপ অনুষ্ঠিত হচ্ছে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে। ৪ গ্রুপের প্রতিটি থেকে গ্রুপসেরা দু’টি করে দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
×