ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিতর্কিত রাজাকার তালিকা ॥ দায়ীদের শাস্তি দাবি করেছে সিপিবি

প্রকাশিত: ১৩:১৬, ১৯ ডিসেম্বর ২০১৯

বিতর্কিত রাজাকার তালিকা ॥ দায়ীদের শাস্তি দাবি করেছে সিপিবি

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বিতর্কিত রাজাকারের তালিকা প্রকাশ করায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর অবিলম্বে অপসারণ ও তালিকা প্রণয়ন কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম। বুধবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিজয় দিবসের আগের দিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ জন ‘স্বাধীনতাবিরোধীর’ ওই তালিকা প্রকাশ করে। তালিকা প্রকাশের পর থেকেই এ নিয়ে বিতর্কের ঝড় ওঠে। বিভিন্ন জেলায় শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ। পাথরঘাটায় হরতালের মতো কর্মসূচীও পালন হয়েছে। দেশের বিশিষ্টজনদের নামও রাজাকারের তালিকায় ঠাঁই পায়। প্রথম দফায় এই তালিকা প্রকাশের পর বরিশাল, বরগুনা, রাজশাহী, বগুড়া ও ঝালকাঠি জেলার মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক এবং একাত্তরের আওয়ামী লীগ নেতাদের কয়েকজনের নাম দেখে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা। কোথাও কোথাও বিক্ষোভ কর্মসূচীও দেয়া হয়। যদিও শুরু থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দাবি করে আসছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকা তালিকা তিনি প্রকাশ করেছেন মাত্র। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার মন্ত্রণালয় থেকে কোন তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সরবরাহ করা হয়নি। এমন বিতর্কের মধ্যে বুধবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে তালিকা স্থগিত করা হয়। বলা হয় আগামী ২৬ মার্চের আগে যাচাই-বাছাই শেষে ফের রাজাকারের তালিকা প্রকাশ করা হবে।
×