ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাখির অভয়াশ্রম রক্ষায় মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চেয়েছে হাইকোর্ট

প্রকাশিত: ১২:৫৩, ১৯ ডিসেম্বর ২০১৯

পাখির অভয়াশ্রম রক্ষায় মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চেয়েছে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা গ্রামের আমবাগানে থাকা পাখির অভয়াশ্রম রক্ষায় দুটি মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী ১৫ জানুয়ারির মধ্যে কৃষি মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বক্তব্য আদালতকে জানাতে নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এসব আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। এর আগে, ৩০ অক্টোবর রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা গ্রামকে কেন অভয়ারণ্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। পাশাপাশি অভয়ারণ্য ঘোষণা করলে ওই আমবাগান ইজারাদারদের কী পরিমাণ অর্থ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তা ৪০ দিনের মধ্যে জানাতে রাজশাহীর জেলা প্রশাসক ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছিল। একইসঙ্গে আদালত পাখির বাসাগুলো না ভাঙ্গার বিষয়েও আদেশ দিয়েছিল।
×