ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কর্পোরেট ব্যাডমিন্টন শুরু আজ

প্রকাশিত: ১২:০৫, ১৯ ডিসেম্বর ২০১৯

কর্পোরেট ব্যাডমিন্টন শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ৯টি কর্পোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৩ দিনব্যাপী কর্পোরেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। পাঁচটি ইভেন্টে মোট ৮৫ শাটলার এতে অংশ নিচ্ছেন। ঢাকা অফিসার্স ক্লাবে প্রতিযোগিতার উ™ে^াধন করবেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। অফিসার্স ক্লাবের খেলাঘর হলে আয়োজিত এই ব্যাডমিন্টন টুর্র্নামেন্টের আয়োজক কমিটির চেয়ারম্যান জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় সানোয়ার হোসেন। বুধবার টুর্নামেন্ট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সারা বছরের কাজের ব্যস্ততা থেকে খানিকটা বিনোদনের জন্য কর্পোরেটকর্মীদের এই আয়োজন। তবে মূল উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে কিছু শাটলার যেন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত হতে পারে, সে ক্ষেত্র তৈরি করে দেয়া।’ প্রথমবারের মতো আয়োজিত কর্পোরেট টুর্নামেন্টে এবার নয়টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে আকাশ, হামিদ গ্রুপ, বিকাশ, সিটি ব্যাংক, ইউরোপা ফুড এ্যান্ড বেভারেজ, গ্রামীণফোন, নগদ এবং ওয়ালটন। দলগুলোর হয়ে ৬০ পুরুষ ও ২৫ নারী শাটলার অংশ নেবেন পুরুষ সিঙ্গেলস, নারী সিঙ্গেলস, পুরুষ ডাবলস, নারী ডাবলস ও মিক্সড ডাবলস ইভেন্টে। পুরস্কার হিসেবে প্রতিটি ইভেন্টের চ্যাম্পিয়নদের জন্য থাকছে ট্রফি ও ঢাকা-ব্যাঙ্কক-ঢাকা এয়ার টিকেট এবং রানার্সআপদের জন্য ট্রফি ও ঢাকা-কলকাতা-ঢাকা এয়ার টিকেট।
×