ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দাপুটে জয়ে সমতায় ফিরল ভারত

প্রকাশিত: ১২:০৫, ১৯ ডিসেম্বর ২০১৯

দাপুটে জয়ে সমতায় ফিরল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ওয়ানডেতে বড় হারে সমালোচনার মুখে পড়েছিল ভারত। দুর্দান্ত নৈপুণ্যে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো বিরাট কোহলির দল। বিশাখাপত্তমে বুধবার ক্যারিবীয়দের বিপক্ষে ১০৭ রানের বড় জয় তুলে নিল স্বাগতিকরা। রোহিত শর্মা (১৫৯) ও লোকেশ রাহুলের (১০২) জোড়া সেঞ্চুরির সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮৭ রানের বিশাল স্কোর গড়ে ভারত। জবাবে ৪৩.৩ ওভারে ২৮০ রানে থামে কাইরন পোলার্ডের উইন্ডিজ। প্রথম ভারতীয় বোলার হিসেবে এদিন ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক হ্যাটট্রিক করেছেন কুলদীপ যাদব। ৩৩তম ওভারে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে যথাক্রমে শাই হোপ, জেসন হোল্ডার ও আলজারি জোসেফকে সাজঘরে ফিরিয়ে এ কীর্তি গড়েন ২৫ বছর বয়সী বাঁহাতি চায়ানম্যান স্পিনার। দারুণ জয়ে সিরিজে ১-১এ সমতায় ফিরল ভারত। রবিবার কটকে তৃতীয় ও শেষ ওয়ানডে। টস জিতে ফিল্ডিং নেয়া উইন্ডিজ বোলিংকে তুলোধুনো করেছেন রোহিত ও রাহুল। ওপেনিংয়ে ৩৭ ওভারে ২২৭ রান যোগ করেন দু’জনে। ১৩৮ বলে ১৭ চর ও ৫ ছক্কায় ১৫৯ রান করে আউট হন রোহিত। ওয়ানডেতে এটি তার ২৮তম আর চলতি ২০১৯ সালে সপ্তম সেঞ্চুরি। ৮ চার ও ৩ ছক্কায় ১০৪ বলে ১০২ রান করেন রাহুল। ‘গোল্ডেন ডাক’ মেরে প্রথম বলেই শূন্য হাতে ফেরেন অধিনায়ক কোহলি। শ্রেয়াস আইয়ার ৩২ বলে ৫৩, ঋষভ পন্থ ১৬ বলে ৩৯ রান করেন। উইন্ডিজের হয়ে শেলডন কটরেল নেন ২ উইকেট। জবাবে ক্যারিবীয়দের হয়ে শাই হোপ ৮৫ বলে ৭৮, নিকোলাস পুরান ৪৭ বলে ৭৫, কিমো পল ৪২ বলে ৪৬ রান করলেও আর কেউ বড় স্কোর পাননি। ভারতের মোহাম্মদ শামি ও কুলদিপ নেন ৩টি করে উইকেট। রবীন্দ্র জাদেজার শিকার ২।
×