ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিতের আরও এক সেঞ্চুরি

প্রকাশিত: ১২:০৪, ১৯ ডিসেম্বর ২০১৯

রোহিতের আরও এক সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৯ সালে ওয়ানডেতে মোট ৭টি সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। বুধবার বিশাখাপত্তমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৫৯ রানের ইনিংস খেলে সৌরভ গাঙ্গুলী ও ডেভিড ওয়ার্নারকে ছুঁয়েছেন ভারতীয় ওপেনার। ২০০০ সালে সৌরভ এবং ২০১৬ সালে ওয়ার্নার সমান ৭টি করে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ওয়ানডেতে হিটম্যান রোহিতের সেঞ্চুরি সংখ্যা ২৮। চলতি বছর দারুণ ছন্দে রয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে ১৩৩ রানের ইনিংস খেলে বছর শুরু করেন রোহিত। বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটা অবশ্য শচীন টেন্ডুলকরের। ১৯৯৮ সালে ৯টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাবেক গ্রেট। রোহিতের সঙ্গে এদিন লোকেশ রাহুলও পেয়েছেন সেঞ্চুরি, ৫ উইকেটে ৩৮৭ রানের পাহাড় গড়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ৪১৮ রান তুলেছিল ইন্দোরে। রোহিত এদিন তার ১৫৯ রানের ইনিংসটি সাজিয়েছেন পাঁচটি ছক্কা ও ১৭টি চার দিয়ে। চলতি বছরে ‘হিটম্যান’-এর মোট ছক্কা সংখ্যা দাঁড়িয়েছে ৭৭। এখনও পর্যন্ত এক বছরে তিনিই সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন। ২০১৭ সালে ৬৫টি ছক্কা মেরেছিলেন রোহিত। ২০১৮ সালে মেরেছিলেন ৭৪টি ওভার বাউন্ডারি। রোহিতের ছক্কা-বৃষ্টি অব্যাহত। বিশাখাপত্তমে এর আগে পাঁচ ইনিংসে বিরাট কোহলির রান ছিল ১১৮, ১১৭, ৯৯, ৬৫ ও ১৫৭*। অথচ এদিন ব্যর্থ ভারত অধিনায়ক। আউট হয়েছেন প্রথম বলে, ‘গোল্ডেন ডাক’। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি ১৩তম ডাকের স্বাদ পেয়েছেন। ওয়ানডেতে এটি তার তৃতীয় গোল্ডেন ডাক। তবে সেঞ্চুরি পেয়েছেন লোকেশ রাহুল। ১০৪ বলে তুলেছেন ১০২ রান। এছাড়া শ্রেয়াস আইয়ার ৩২ বলে ৫৩, রিশভ পন্থ ১৬ বলে ৩৯ রান করেছেন। শেষদিকে কেদার যাবদের ব্যাট থেকে আসে ১০ বলে ৩৯ রান। এমন রান উৎসবের দিনে রেকর্ড ওলট-পালট হবে না তা কি করে হয়। রোহিত শর্মা এ ইনিংস নিয়ে ক্যারিয়ারের অষ্টমবার ওয়ানডেতে ১৫০ রানের বেশি করলেন। এ ইনিংসে ৫ ছক্কা হাঁকিয়ে রোহিত এক বর্ষপঞ্জিকায় সবথেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন। চলতি বছর ওয়ানডেতে মোট ৭৭ ছক্কা হাঁকিয়েছেন রোহিত। ২০১৮ সালে তার ছক্কার সংখ্যা ছিল ৭৪। ৪৭তম ওভারে শ্রেয়াশ আইয়ার ও রিশাভ পন্থ ৩১ রান তোলেন। এক ওভারে যা ভারতের সবচেয়ে বেশি রান। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে শচীন টেন্ডুলকর ও অজয় জাদেজা ২৮ রান পেয়েছিলেন। শেষ ১০ ওভারে ১২৭ রান পায় ভারত। ওপেনিংয়ে রাহুল ও রোহিত ২২৭ রান যোগ করেন। যা উদ্বোধনী জুটিতে ভারতের চতুর্থ সর্বোচ্চ। রেকর্ডগুলো হচ্ছেÑ ২৫৮ (শচীন-সৌরভ), ২৫২ (শচীন-সৌরভ), ২৩১ (রাহানে-ধাওয়ান)।
×