ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওদের টার্গেট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ॥ নাসিম

প্রকাশিত: ১০:৪৩, ১৯ ডিসেম্বর ২০১৯

ওদের টার্গেট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, শুধু সুসময় নয়, অতীতে দুঃসময়েও আমরা মাঠে ছিলাম। ভবিষ্যতের দুঃসময়েও আমরা ঐক্যবদ্ধ হয়ে সব অপশক্তির বিরুদ্ধে মাঠে থাকব। তবে ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সবাইকে সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাখতে গিয়ে ‘বঙ্গবন্ধুর লাশ ধানম-ি ৩২ নম্বরে পড়ে থাকল, এত নেতা কোথায় ছিল? কেউ কোন পদক্ষেপ নিল না’ মঙ্গলবার আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের উদ্বৃতি তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, ‘নেত্রীর যখন এমন কথা বলেন, তখন লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায়। জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর জন্য জীবন দিয়ে সেই লজ্জা কিছুটা হলেও মুছে দিয়েছেন।’ তিনি বলেন, আজ আমাদের শুধু সুসময় নয়, দুঃসময়েও মাঠ থাকার অঙ্গীকার করতে হবে। এ সময় পুরো হলভর্তি আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা দুঃসময়ে লড়াইয়ের মাঠ থেকে পালিয়ে না যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি-জামায়াত নিস্তেজ হলেও নিঃশেষ হয়ে যায়নি। চক্রান্ত হচ্ছে। সরকার যত সফল হচ্ছে, ষড়যন্ত্র ততো গভীর হচ্ছে। ওদের টার্গেট একজন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পঁচাত্তরেও বঙ্গবন্ধু যত বেশি সফল হচ্ছিলেন, ষড়যন্ত্র ততো গভীর হওয়ার প্রেক্ষিতে আমরা জাতির পিতাকে হারিয়েছিলাম। তাই এখন সবার সতর্ক থাকতে হবে। তাদের চক্রান্ত সফল হতে দেয়া হবে না। দেশ ও জাতির স্বার্থে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে অগ্রগতি সাধিত হয়েছে। বাংলাদেশ এখন আলোকিত। মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু হত্যার মূল খলনায়ক জিয়াউর রহমান ও মোশতাকরা। কমিশন গঠন করে তাদের বিচার করতে হবে। এসব খলনায়কদের মুখোশ জাতির সামনে উšে§াচন না করা পর্যন্ত বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন হবে না। মোহাম্মদ নাসিম বলেন, শুক্রবার আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলের সভাপতি থাকবেন। সম্মেলনে শেখ হাসিনার নেতৃত্বে একটি গতিশীল নেতৃত্ব আসবে। আমরা সুন্দর, স্বচ্ছ ও সাহসী আওয়ামী লীগ চাই।
×