ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে খালেদাকে মুক্ত করা হবে ॥ ফখরুল

প্রকাশিত: ১০:৪৩, ১৯ ডিসেম্বর ২০১৯

আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে খালেদাকে মুক্ত করা হবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দলের নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে কারাবন্দী খালেদা জিয়াকে মুক্ত করা হবে। এই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। বুধবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, যেভাবে পাক হানাদার বাহিনীকে পরাজিত করা হয়েছিল, সেভাবে আওয়ামী লীগকে আন্দোলনের মাধ্যমে সরিয়ে দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য খালেদা জিয়াকে বন্দী রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে বিরাজনীতিকরণ করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। তবে অতীতে যেভাবে স্বৈরাচারের পতন হয়েছে, আগামী দিনে একইভাবে স্বৈরাচারের পতন ঘটানো হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভারত এনআরসির মাধ্যমে বাংলাদেশকে বিপদগ্রস্ত করছে। তাই আজকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আমরা চিন্তিত। কিন্তু মেরুদ-হীন এ সরকার কোন প্রতিবাদ করতে পারছে না। বিজয় দিবসের এ আলোচনা সভা থেকে খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। বিএনপিতে শৃঙ্খলা নেই উল্লেখ করে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমাদের জুনিয়র নেতারা প্রতিযোগিতা করে বক্তব্য রাখার কারণে সিনিয়র নেতারা বক্তব্য রাখার সময় পায় না। মঙ্গলবার আমরা একটা পরীক্ষা করেছিলাম নয়াপল্টনে। সেই পরীক্ষায়ও আমাদের জুনিয়র নেতারা ফেল করেছেন। খেয়াল করেছেন নিশ্চয় ট্রাকের ওপরে ওরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর আমরা নিচে দাঁড়িয়ে আছি। বেয়াদবির একটা সীমা থাকা দরকার। এই দলে এ ধরনের বেয়াদবি যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, নিয়ম-কানুন না মানা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা কোন আন্দোলন করতে পারবেন না। ভারত সরকারের এনআরসি বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা ভারতকে শত্রু মনে করি না। কিন্তু তাদের কথা বার্তায় মনে হয় তারা আমাদের শত্রু মনে করে। তারা শুধু আওয়ামী লীগের বন্ধু। তিনি বলেন, এনআরসি নিয়ে ভারতের পদক্ষেপ আর মিয়ানমারের পদক্ষেপ একই। ভারতের বিজেপি নেতা অমিত শাহ আওয়ামী লীগের মতো কথা বলে। তিনি বলেন, এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, অন্য দেশের জাতীয় স্বার্থে আঘাত লাগলে অভ্যন্তরীণ বিষয় বলে চাপা দেয়া যাবে না। আমাদের প্রতিবাদ করতে হবে।
×